Method of mesurment in bengali
Physical Science in Bengali
রাশি ও পরিমাপ AUDIO FILE
পরিমাপ (measurment)
রাশি:-পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়ক হল রাশি।
যেমন:-দৈর্ঘ্য ,ভর,সময়,গতিবেগ।
ভৌত রাশি দুপ্রকার:-(a)স্কেলার রাশি এবং (b)ভেক্টর রাশি।
(1) স্কেলার রাশি:-যে রাশির মান আছে ,কিন্তু কোনো অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে।
উদাহরণ:-দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, উষ্ণতা,চাপ,দ্রুতি,কম্পাঙ্ক,ঘনত্ব,কার্য।
-স্কেলার রাশি বীজগণিতের সাধারণ নিয়মানুসারে হয়।
(2) ভেক্টর রাশি:-যে রাশির মান এবং অভিমুখ দুই আছে,তাদের ভেক্টর রাশি বলে।
উদাহরণ:-বেগ, ত্বরণ,সরন,ভরবেগ ওজন,বল,ক্ষেত্রফল।
-ভেক্টর রাশি বীজগণিত সাধারণ নিয়মানুসারে হয় না।
একক:-কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে, ওই রাশির একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমান ধরে প্রদপ্ত রাসিটির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমানটিকে উক্ত ভৌত রাশির একক বলে।
# মূল একক:- যে সব একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনোরকম অন্য এককের ওপর নির্ভরশীল নয়,তাদের প্রাথমিক বা মূল একক বলে।
উদাহরণ:-দৈর্ঘ্য, ভর, সময় ।
# লব্ধ একক: - যে একক এক বা একাধিক মূল এককের দ্বারা গঠিত হয়, তাকে লব্ধ একক বলা হয় ।
উদাহরণ:-ক্ষেত্রফল, বেগ, ত্বরণ, ঘনত্ব ভরবেগ, চাপ ।
# এককবিহীন রাশি - যে রাশি দুটি একই রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না , তদের বলা হয় একক বিহীন রাশি।
উদাহরণ:-পারমাণবিক গুরুপ্ত, আপেক্ষিক গুরুপ্ত ।
আন্তর্জাতিক একক পদ্ধতি বা SI:-
-system international unites
-- 1960 সালে SI পদ্ধতি একক BIPM দ্বারা গৃহীত হয় ।
-বিভিন্ন এককের নাম :-
1-দৈর্ঘ-মিটার। 2-ভর-কিলোগ্রাম
3-সময়-সেকেন্ড।। 4-তদিতপ্রবাহ-অ্যাম্পিয়ার।
5-উষ্ণতা-কেলভিন।
6-দীপন প্রাবল্য-ক্যান্ডেলা।
7-পর্দারথের পরিমাপের-মোল।
অতিক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একক:
1 maicron =10-6 মিটার।
1 angstrom=10-10 মিটার।
1 X-unit=10-13 মিটার।
1 fermi =10-15 মিটার।
:; আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ এবং অনু পরমাণু ব্যাস পরিমাপের ক্ষেত্রে এই একক গুলি ব্যবহার করা হয় ।
অতিবৃহৎ দৈর্ঘ্য মাপার একক:
1 Astronomical unit=1.496×108 কিমি
1 light year=9.45×1012 কিমি
1persec =3.26 light year
::নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে।
ভর মাপার কিছু ক্ষুদ্র ও বৃহৎ একক:-
পারমাণবিক ভর (atomic mass unit)
:-1u=1.66054×10-27 kg
অনু পরমাণু ভর পরিমাপে।
ক্যারেট (carat):-1carat=200mg
সোনা হীরা ভর পরিমাপে।
কুইন্টাল (quintal) :-1quintal=100kg
খাদ্যশস্যের ভর পরিমাপ ।
# মিটার:- আলোক রশ্মি শূন্য স্থানে 1/299792458 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে , ওই দৈর্ঘ্য কে 1মিটার বলা হয়।
কিলোগ্রাম:-ফ্রান্সের প্যারিস শহরে “The International Bureau of Weights and Measures” এর দপ্তরে রাখা প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়।
সেকেন্ড:-সিজিয়াম-133 (Cs133 ) পরমাণুর একটি নিদৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে 9192631770 বার পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে 1সেকেন্ড বলে।
বিভিন্ন ভৌতরাসি মাত্রিয় সংকেত:-
ক্ষেত্রফল- L2
আয়তন- L3
ঘনত্ব- ML-3
বেগ - LT-1
ত্বরণ - LT-2
বল - MLT-2
ক্ষমতা - ML2T-3
চাপ - ML-1T-2
# ঘনত্ব ঃ কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।
ঘনত্ব = ভর / আয়তন
ঘনত্বের একক :-
Cgs পদ্ধতি-গ্রাম/ ঘন সেন্টিমিটার
Si পদ্ধতি -কিলোগ্রাম /ঘনমিটার।
## গড় সৌরদিন :- 1 বছরের সমস্ত সৌরদিন যোগ করে সেই যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় ,তাকে গড়সৌরদিন বলে।
1গড় সৌরদিন =86400 সেকেন্ড।
:- সাধারণ তুলাযন্ত্রের দ্বারা কোন বস্থুর ভর নির্নয় করা হয়।
:- 5:2:2:1 অনুপাতে হিসাবে ওজন বাক্সে বাটখারা গুলির রাখা হয়।
:-স্প্রিং তুলার দ্বারা কোন বস্তুর ওজন মাপা যায়।
:-স্প্রিং তুলার কার্যনীতি পৃথিবীর অভিকর্ষ বল স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভরশীল।
:-সাধারণ তুলাযন্ত্র প্রথম শ্রেণীর লিভারের নীতি অনুযায়ী কাজ করে।
# 1 মেগামিটার = কত মিটার?
-- 1 মেগামিটার =106 মিটার।
# মেট্রোনাম কি?
-- মেট্রোনাম হল এক ধরনের ঘড়ি। এই ঘড়ির সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণ কালে নির্ভুল ভাবে সময় পরিমাপ করা যায়।
# কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?
-- 4℃ উষ্ণতায়।
# চাপের cgs এককটি লেখো ?
-- ডাইন/বর্গসেমি।
#
1 সেমি=0.3937 ইঞ্চি।
1 মিটার =39.37 ইঞ্চি।
1 কিমি =0.6214 মাইল।
1 পাউন্ড =453.6 গ্রাম।
1 কিগ্র = 2.2046 পাউন্ড।
1 লিটার =0.22 গ্যালন।
1 গ্যালন = 4.536 লিটার।
1 ইঞ্চি =2.54 সেমি।
1 ফুট = 30.48 সেমি।
1 গজ =0.9144 মি।
1 মাইল = 1.609 কিমি
ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এন্তু টেন টু দি পাওয়ার মাইনাস
টুয়েন্টি সেভেন কেজি
Comments
Post a Comment