Method of mesurment in bengali

Physical Science in Bengali


রাশি ও পরিমাপ AUDIO FILE 


 পরিমাপ (measurment)



রাশি:-পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়ক হল  রাশি।


যেমন:-দৈর্ঘ্য ,ভর,সময়,গতিবেগ।



ভৌত রাশি দুপ্রকার:-(a)স্কেলার রাশি এবং (b)ভেক্টর রাশি।



(1) স্কেলার রাশি:-যে রাশির  মান আছে ,কিন্তু কোনো অভিমুখ নেই  তাকে  স্কেলার রাশি বলে।


উদাহরণ:-দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, উষ্ণতা,চাপ,দ্রুতি,কম্পাঙ্ক,ঘনত্ব,কার্য।



-স্কেলার রাশি বীজগণিতের সাধারণ নিয়মানুসারে হয়।



(2) ভেক্টর রাশি:-যে রাশির মান এবং অভিমুখ দুই আছে,তাদের ভেক্টর রাশি বলে।


উদাহরণ:-বেগ, ত্বরণ,সরন,ভরবেগ ওজন,বল,ক্ষেত্রফল।



-ভেক্টর রাশি বীজগণিত সাধারণ নিয়মানুসারে হয় না।



একক:-কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে, ওই রাশির একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমান ধরে প্রদপ্ত রাসিটির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমানটিকে উক্ত ভৌত রাশির একক বলে।



# মূল একক:- যে সব একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনোরকম  অন্য এককের ওপর নির্ভরশীল নয়,তাদের প্রাথমিক বা মূল একক বলে।


উদাহরণ:-দৈর্ঘ্য, ভর, সময় ।



# লব্ধ একক: -  যে একক এক বা একাধিক মূল এককের দ্বারা  গঠিত হয়, তাকে লব্ধ একক বলা হয় ।


উদাহরণ:-ক্ষেত্রফল, বেগ, ত্বরণ, ঘনত্ব ভরবেগ, চাপ ।



# এককবিহীন রাশি -  যে   রাশি দুটি একই  রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না , তদের  বলা হয় একক বিহীন রাশি।


উদাহরণ:-পারমাণবিক গুরুপ্ত, আপেক্ষিক গুরুপ্ত ।



আন্তর্জাতিক একক পদ্ধতি বা SI:-


-system international  unites



-- 1960 সালে SI পদ্ধতি  একক BIPM দ্বারা গৃহীত হয় ।



-বিভিন্ন এককের নাম :-


1-দৈর্ঘ-মিটার।         2-ভর-কিলোগ্রাম


3-সময়-সেকেন্ড।।    4-তদিতপ্রবাহ-অ্যাম্পিয়ার।


5-উষ্ণতা-কেলভিন।


6-দীপন প্রাবল্য-ক্যান্ডেলা।


7-পর্দারথের পরিমাপের-মোল।



অতিক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একক:


 1 maicron =10-6 মিটার।


 1 angstrom=10-10 মিটার।


 1    X-unit=10-13  মিটার।


   1  fermi =10-15  মিটার।


:; আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ এবং অনু পরমাণু ব্যাস পরিমাপের ক্ষেত্রে এই একক গুলি ব্যবহার করা হয় ।



অতিবৃহৎ দৈর্ঘ্য মাপার একক:



 1  Astronomical unit=1.496×108 কিমি


1  light year=9.45×1012 কিমি


1persec =3.26 light year



::নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে।



ভর মাপার কিছু ক্ষুদ্র ও বৃহৎ একক:-


পারমাণবিক ভর (atomic mass unit)


:-1u=1.66054×10-27 kg


অনু পরমাণু ভর পরিমাপে।



ক্যারেট (carat):-1carat=200mg


সোনা হীরা ভর পরিমাপে।



কুইন্টাল (quintal) :-1quintal=100kg 

খাদ্যশস্যের ভর পরিমাপ   ।




# মিটার:-  আলোক রশ্মি  শূন্য স্থানে 1/299792458 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে , ওই দৈর্ঘ্য কে   1মিটার বলা হয়।



কিলোগ্রাম:-ফ্রান্সের প্যারিস শহরে “The International Bureau of Weights and Measures” এর দপ্তরে রাখা প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়।



সেকেন্ড:-সিজিয়াম-133 (Cs133 ) পরমাণুর একটি নিদৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে 9192631770 বার পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে 1সেকেন্ড বলে।



বিভিন্ন ভৌতরাসি মাত্রিয় সংকেত:-



ক্ষেত্রফল- L2


আয়তন- L3


ঘনত্ব- ML-3


বেগ - LT-1


ত্বরণ - LT-2


বল  - MLT-2


ক্ষমতা - ML2T-3


চাপ -  ML-1T-2



# ঘনত্ব ঃ কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।



ঘনত্ব = ভর / আয়তন



ঘনত্বের একক :-



Cgs পদ্ধতি-গ্রাম/ ঘন সেন্টিমিটার


Si পদ্ধতি -কিলোগ্রাম /ঘনমিটার।



## গড় সৌরদিন :- 1 বছরের সমস্ত সৌরদিন যোগ করে সেই  যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় ,তাকে গড়সৌরদিন বলে।



1গড় সৌরদিন =86400 সেকেন্ড।



:- সাধারণ তুলাযন্ত্রের দ্বারা কোন বস্থুর  ভর নির্নয় করা হয়।



:-  5:2:2:1 অনুপাতে হিসাবে  ওজন বাক্সে বাটখারা গুলির  রাখা হয়।



:-স্প্রিং তুলার দ্বারা কোন  বস্তুর ওজন মাপা যায়।


 

:-স্প্রিং তুলার কার্যনীতি পৃথিবীর অভিকর্ষ বল স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভরশীল।



:-সাধারণ তুলাযন্ত্র  প্রথম শ্রেণীর লিভারের নীতি অনুযায়ী কাজ করে।


#  1 মেগামিটার = কত মিটার?


-- 1 মেগামিটার =106 মিটার।



# মেট্রোনাম কি?


-- মেট্রোনাম হল এক ধরনের ঘড়ি।  এই ঘড়ির সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণ কালে  নির্ভুল ভাবে সময় পরিমাপ করা যায়।



# কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি  ?


-- 4℃ উষ্ণতায়।



# চাপের cgs এককটি লেখো ?


-- ডাইন/বর্গসেমি।



#


1 সেমি=0.3937 ইঞ্চি।


1 মিটার =39.37 ইঞ্চি।


1 কিমি =0.6214 মাইল।


1 পাউন্ড =453.6 গ্রাম।


1  কিগ্র = 2.2046 পাউন্ড।


1 লিটার =0.22 গ্যালন।


1 গ্যালন = 4.536 লিটার।


1 ইঞ্চি =2.54 সেমি।


1 ফুট = 30.48 সেমি।


1 গজ =0.9144 মি।


1 মাইল = 1.609 কিমি



ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এন্তু টেন টু দি পাওয়ার মাইনাস 

টুয়েন্টি সেভেন কেজি 

Thank you

Comments

Popular posts from this blog

Simple Interest বা সরল সুদ

BOATS AND STREAM 30+ problem important

Time and work full details in bengali