TIME AND DISTANCE full details in bengali
এই app টী download করার জন্য নিচে click করুন
click here
সময় এবং দূরত্ব
Time and Distance Chanchal Ghosh -click here
Time and Distance Chanchal Ghosh (train related)-- click here
LCM & HCF R S Aggarwal in hindi click here
Time and Distance |
NOTE::
read more
চঞ্চল ঘোষ বই পেতে এখানে ক্লিক করুন - click here
Math Practice set 1
1.একটি ট্রেনের গতিবেগ 180 কিমি / ঘণ্টা । মিটার / সেকেন্ড এ ট্রেনটির গিতবেগ কত ?
A.5
B. 40
C.30
D.50
2. 54 কিমি / ঘণ্টা = ?
A.14 m/s
B.21 m/s
C. 15 m/s
D.27 m/s
3. একটি গাড়ি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে । গারিটির গতিবেগ ঘণ্টায় কত কিমি ?
A. 40
B.32
C.48
D.36
4. একটি গাড়ির গতিবেগ 50 কিমি / ঘণ্টা হলে , 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গারিটির কত মিনিট সময় লাগবে ?
A.49 B. 48 C.46 D.45
5. এক ব্যাক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে । তার গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার ?
A.25
B.21.6
C.23
D.20
6. এক ব্যাক্তি 5 কিমি / ঘণ্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত মিটার ?
A.600
B.750
C.1000
D.1250
7.100 মিটার দূরত্ব দৌড়তে A এর 27 সেকেন্ড এবং B এর 30 সেকেন্ড সময় লাগে । A, B কে কত মিটারে হারায় ?
A.9
B.10
C.11 1/8
D. 12
8. একটি বাস 72 কিমি / ঘণ্টা গতিবেগে চলে কোন দূরত্ব 15 ঘণ্টায় অতিক্রম করল । সেই দূরত্ব 12 ঘণ্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে ?
ANS : A.16 km/h
B. 17 km/h
C.18 km/h
D.9 km/h
9. দুই ব্যাক্তি 180 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় 20 কিমি/ ঘণ্টা এবং 25 কিমি / ঘণ্টা গতিবেগ পরস্পরের দিকে যাত্রা শুরু করে । কত সময় তার মিলিত হবে ?
A.3.5 h
B.4.5 h
C.4 h
D. 3 h
10. A এবং B 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘণ্টা 15 মিনিটে মিলিতঁ হয় । A এর গতিবেগ 4 কিমি /ঘণ্টা হলে , B এর গতিবেগ কত ?
A.23/5 km/h
B. 18/5 km/h
C.28/5 km/h
D.33/5 km/h
11. দুই ব্যাক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে ১০ কিমি /ঘণ্টা এবং 12 কিমি /ঘণ্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । যাত্রা শুরুর 3 ঘণ্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
A.20km
B.19 km
C.18 km
D.17 km
12. দুই বন্ধু সাইকেলে চেপে এক স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে । তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি / ঘণ্টা এবং 22 কিমি / ঘণ্টা হলে 5 ঘণ্টা পর তাদের মধ্যে দূরত্ব কত ?
A.18 km
B.17 km
C.16 km
D.15 km
13 .দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । তাদের গতিবেগ 5 কিমি / ঘণ্টা এবং 7 কিমি / ঘণ্টা হলে , 8 ঘণ্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
ANS .A.24 KM
B.2 6 KM
C.2 8KM
D. 30km
14. এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে । চোর ও পুলিশের গতিবেগ যথাক্রম 10 কিমি/ ঘণ্টা এবং 11 কিমি / ঘণ্টা হলে ,6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে ?
A.1 00
B. 190
C.2 00
D. 150
15 . A 10 মিটার / সেকেন্ডে বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর B 15 মিটার / সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে । কত সময় পর B, A কে অতিক্রম করে ?
A.2 min
B.2 min 30sec
C.2 min 50 sec
D.2 min 40 sec
16. A এবং B সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার / সেকেন্ড এবং 15 মিটার /সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশিল । কোন এক সময়ে B, A থেকে 200 মিটার এগিয়ে থাকলে , পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার ?
A.30
B.40
C.50
D.60
17. এক ব্যাক্তি 200 কিমি দূরত্ব 12 ঘণ্টায় অতিক্রম করে । সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময়ে অতিক্রম করে । বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল ?
A.12.5 km/h
B. 12 km/h
C. 13.5 km/h
D. 13 km/h
18. এক ব্যাক্তির 60 কিমি দূরবর্তী কোন স্থানে 10 কিমি /ঘণ্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘণ্টা সময় লাগে । ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল ?
A.8 km/h
B.1 0 km/h
C. 12 km/h
D. 14 km/h
19. A এবং B একই স্থানে থেকে একই সময় 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে । A 12 কিমি / ঘণ্টা বেগে গিয়ে B অপেক্ষা 3 ঘণ্টা আগে পৌঁছায় । B এর গতিবেগ কত ছিল ?
A.8 km/h
B.10 km/h
C.1 2 km/h
D. 14 km/h
20.A 10 কিমি / ঘণ্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর B 16 কিমি / ঘণ্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে । যদি B যাত্রাস্থানে থেকে 80 কিমি দূরে A কে ধরে ফেলে , তবে A এর যাত্রা শুরুর কত সময় পরে B যাত্রা শুরু করেছিল?
A.2 h
B. 2.5 h
C.3 h
D. 3.5 h
v
21.একটি গাড়ি তার স্বাভাবিক গতিবেগ বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে । গাড়িটির স্বাভাবিক বেগ কত ?
A. 17 6/7 km/h
B.3 5 km/h
C.2 5 km/h
D.3 0 km/h
22.স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়।গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক সময় কত ?
A.2
B. 4/3
C.1
D. 5/4
23 .স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে ।স্বভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করে ?
A.4. 5
B. 5.5
C.6
D. 5
24.একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায় । গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে ?
A.14
B.7
C.8
D.16
25.স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে ,এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়। তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট ?
A.42
B.30
C.60
D.45
26.একটি মেল ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ 5:3 । প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে ,মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে ?
A. 100 km
B.150 km
C. 200 km
D. 175 km
27.এক ব্যক্তি কোনো স্থানে 10 কিমি /ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 30 কিমি /ঘন্টা গতিবেগে ফিরে আসে । সমগ্র যাত্রা পথের গড় গতিবেগ কত?
A.5 km/h
B. 10 km/h
C.1 5 km/h
D. 20 km/h
28.এক ব্যক্তি সমগ্র যাত্রা পথের প্রথম অর্ধাংশ 15 কিমি / ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিমি /ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে ।সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত?
A.18 km/h
B.18.5 km/h
C.1 8.75 km/h
D.19 km/h
29.এক ব্যক্তি 4 কিমি /ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি/ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে ।সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত ?
A.9 3/17 km/h
B. 3 9/17 km/h
C. 5 9/17 km/h
D. 3 5/9 km/h
30.এক ব্যক্তি 10 কিমি /ঘন্টা বেগে 40 কিমি পথ, 12 কিমি /ঘন্টা বেগে 72 কিমি পথ ,15 কিমি /ঘন্টা বেগে 150 কিমি পথ অতিক্রম করে । সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত?
A. 30 km /h
B. 13.1 km/h
C.1 3.5 km /h
D.1 4 km/h
31.এক ব্যক্তি ট্রেনে 25 কিমি /ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি /ঘন্টা গতিবেগ হেঁটে ফিরে এল ।সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিমি?
A.25
B.30
C. 20
D. 15
32.এক ছাত্র বাড়ি থেকে স্কুল 3 কিমি /ঘন্টা বেফা গেল এবং 2 কিমি /ঘন্টা গতিবেগে ফিরে এলো।সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি ?
A.6
B.5
C.5. 5
D. 6.5
33. এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে । সে প্রথম অর্ধাংশ 10.5কিমি /ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিমি /ঘন্টা গতিবেগে অতিক্রম করে ।সমগ্র পথের দূরত্ব কত ?
A.1 12 km
B. 56 km
C.6 5km
D. Non
34. দুই ব্যক্তি একই স্থানে থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি /ঘন্টা এবং 6 কিমি /ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে । দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার ?
A.400
B.500
C.600
D.700
35.একটি ট্রেন 40 কিমি /ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিমি /ঘন্টা গতিবেগে বিশিষ্ঠ ওপর একটি ট্রেনের থেকে 1 1/2 ঘন্টা সময় বেশি লাগে। অতিক্রান্ত পথের দূরত্ব কত?
A.180 km
B.160 km
C.200 km
D. 120 km
36.একটি চর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি/ঘন্টা বেগে দৌঁড়াতে শুরু করল। সেই মুহূর্তে পুলিশটি 9কিমি /ঘন্টা গতিবেগে দৌঁড়েতে শুরু করে চোরটি কে ধরে ফেলল । চোরটি কতটা পথ পৌঁছেছিল ?
A.2000 m
B.1800 m
C. 1600 m
D. 1500 m
37.একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিমি /ঘন্টা গতিবেগে সকাল 6 টার সময় রওয়না হল।অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিমি /ঘন্টা গতিবেগে সকাল 8 টার সময় একই অভিমুখে রওয়না হয় । স্টেশন থেকে কত দূরে ট্রেনটি সাক্ষাৎ হবে?
A.230 km
B. 240 km
C. 250 km
D. 260 km
38.A 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর B 20 মিটার / সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে । B- এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে ?
A.20 sec
B. 30 sec
C. 1 min
D. 2 min
39.দুটি ট্রেন সকাল 6 টা এবং সকাল 8 টা সময় যথাক্রমে 50 কিমি/ঘন্টা এবং 70 কিমি /ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরুকরে। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে?
A.11 am
B. 12 pm
C.1 pm
D. 2 pm
40 .A 10 মিটার /সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে B তাকে ধরার জন্য যাত্রা শুরু করল এবং 50 সেকেন্ড পর A কে ধরে ফেলল। B এর গতিবেগ কত ছিল?
A.11 m/s
B. 12 m/s
C. 13 m/s
D. 14 m/s
41.পরস্পর থেকে 14 কিমি দুরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয় ,আবার বিপরিতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয় । দ্রুততম ব্যক্তির গতিবেগ কত ?
A.4 km /h
B. 6 km/h
C. 8 km /h
D.10 km/h
42.পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয় ।আবার বিপরীত মুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয় ধীরগামী ব্যক্তির গতিবেগ কত?
A.1/2 km/h
B.1 km/h
C.2 km/h
D. 3 km/h
43. দুটি ট্রেন একই সময়ে A থেকে B তে এবং B থেকে A এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর B ও A স্থানে পৌঁছায়, ট্রেনদুটির গতিবেগের অনুপাত কত ?
A.2: 1
B. 3:2
C. 4:3
D.5: 4
44. দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থানে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি /ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত ?
A.5 km/h
B. 6 km/h
C.7 km/h
D. 8 km/h
45. দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থালে পৌঁছায় । প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি /ঘন্টা হলে ,স্থান দুটির মধ্যে দূরত্ব কত?
A. 336 km
B.338 km
C. 340 km
D. 342 km
46.এক ছাত্র বাড়ি থেকে 2 1/2 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায় । পরের দিন গতিবেগ 1 কিমি /ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায় । বাড়ি থেকে বিদ্যালয়ে দূরত্ব কত?
A.2 km
B.1 1/2 km
C. 1 km
D. 1 3/4 km
47. এক ছাত্র 8 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে গেলে বিদ্যালয়ে পৌঁছাতে 2.5 মিনিট দেরি হয়ে এবং 10 কিমি/ঘন্টা বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায় । বাড়ি থেকে বিদ্যালয়ে দূরত্ব কত কিমি?
A.5/8
B. 8
C.5
D. 10
48.এক ব্যক্তি 12 কিমি /ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে । কিন্তু 15 কিমি /ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত?
A.6
B.8
C.10
D.12
49.এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়। কিন্তু 15 কিমি /ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি করে । বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত কিমি ?
A.2
B.3
C. 4
D. 5
50. এক ব্যক্তি 20 কিমি /ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়। কিন্তু 25 কিমি /ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে । কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে ?
A.1 h 20 min
B. 1h 30 min
C. 1h 40min
D. 1h 50 min
51.একটি ট্রেন A স্টেশন থেকে B স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন B স্টেশন থেকে A স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে । তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে , কত সময় পরে মিলিত হবে?
A.2 h 40min
B.2 h
C.3 h
D. 3h 10 min
52. একটি ট্রেন সকাল 6টায় A স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর B স্টেশন পৌঁছায় । অপর একটি ট্রেন একই সময়ে B স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পর A স্টেশন পৌঁছায় । কখন তাদের সাক্ষাৎ হয়েছিল ?
A.8টা 35 মিনিট
B.8টা 40 মিনিট
C. 8টা 50 মিনিট
D 8টা 55 মিনিট
53.এক ব্যক্তি P স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে Q স্থানে দুপুরে 11 টায় পৌঁছায় । ওপর এক ব্যক্তি Q স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে P স্থানে দুপুর 12 টায় পৌঁছায় । কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল ?
A.7 টা 30 মিনিট
B. 7টা 50 মিনিট
C. 8টা 30 মিনিট
D 8টা 50 মিনিট
54.এক ব্যক্তি 5 কিমি /ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায় । প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে ?
A. 5h 20 min
B.5 h 25min
C.5 h 30 min
D 5h 45 min
55. এক 5 কিমি /ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায় । প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে ,সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে ?
A. 8h
B. 8h 30 min
C.9 h
D 9h 30min
56.এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান । প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে ,সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে?
A.6 h 5min
B. 6 h 10 min
C.9 h
D 6h 20min
57.একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিরতিসহ 45 কিমি/ঘন্টা গড় গতিবেগ অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে ?
A.8
B. 10
C. 12
D15
58.এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায় ।দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায়5 কিমি কম হলে,ওই দুরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে । ওই ব্যক্তির গতিবেগ কত?
A.4 0 km/h
B. 35 km/h
C.3 0 km/h
D25 km /h
59.দুটি স্থানের দূরত্ব 200 কিমি। একস্থান থেকে অন্য স্থানে ট্রেন যেতে যে সময় লাগে, বসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে । বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি /ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত ?
A.2 2 km/h
B.2 5 km/h
C.2 6 km/h
D 28 km/ h
60. একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে । যদি গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে । ট্রেনের গতিবেগ কত?
A.5 0 km/h
B. 60 km/h
C.4 5 km/h
D 40 km/h
61. একটি বাসের গতিবেগ 10 কিমি/ঘণ্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে । বাসটির প্রাথমিক গতিবেগ কত ?
A.40 km/h
B. 35 km/h
C.3 0 km/h
D. 45 km/h
62.এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করল । গতিবেগ 5 কিমি /ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগত এবং গতিবেগ 10 কিমি / ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগত । অতিক্রান্ত পথের দূরত্ব কত?
A. 80 km
B.9 0 km
C.1 00 km
D. 110 km
63. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায় । গতিবেগ 3 কিমি / ঘন্টা বেশি হলে তার 40 মিনিট কম সময় লাগত। আবার গতিবেগ 2 কিমি /ঘন্টা কম হলে 40 মিনিট বেশি সময় লাগত । পথটির দূরত্ব কত ?
A.2 0 km
B. 35 km
C. 36 2/3 km
D. 40 km
64. আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ার চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে । আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি ।উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে ?
A.9. 5 min
B. 9 min
C. 18 min
D. 20 min
65. A, B একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করল । A এবং B এর গতিবেগে যথাক্রমে 4 কিমি /ঘন্টা , 5 কিমি/ ঘন্টা । যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে?
ANS .A. 15 h
B. 21 h
C.3 5 h
D.4 2 h
66. রাম এবং স্যাম একই সময়ে A স্থান থেকে 80 কিমি দূরবর্তীB স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রামের গতিবেগ স্যামের গতিবেগ থেকে 10 কিমি /ঘন্টা কম। স্যামের B স্থান পৌঁছে ফিরে আসার সময় B থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হল । রামের গতিবেগ কত ?
ANS .A. 10 km/h
B. 15 km/h
C. 20 km/h
D. 25 km /h
67.একটি পুলিশ একটি চোরকে তাড়া করল । পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে ।কিন্তু পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত ?
A. 13:12
B. 12:13
C.15:16
D.2 4:15
68.একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করেছিল । সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায় । স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে ?
A.54/5 min
B. 12 min
C. 11 min
D. 6 min
1.একটি ট্রেনের গতিবেগ 180 কিমি / ঘণ্টা । মিটার / সেকেন্ড এ ট্রেনটির গিতবেগ কত ?
A.5
B. 40
C.30
D.50
2. 54 কিমি / ঘণ্টা = ?
A.14 m/s
B.21 m/s
C. 15 m/s
D.27 m/s
3. একটি গাড়ি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে । গারিটির গতিবেগ ঘণ্টায় কত কিমি ?
A. 40
B.32
C.48
D.36
4. একটি গাড়ির গতিবেগ 50 কিমি / ঘণ্টা হলে , 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গারিটির কত মিনিট সময় লাগবে ?
A.49 B. 48 C.46 D.45
5. এক ব্যাক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে । তার গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার ?
A.25
B.21.6
C.23
D.20
6. এক ব্যাক্তি 5 কিমি / ঘণ্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত মিটার ?
A.600
B.750
C.1000
D.1250
7.100 মিটার দূরত্ব দৌড়তে A এর 27 সেকেন্ড এবং B এর 30 সেকেন্ড সময় লাগে । A, B কে কত মিটারে হারায় ?
A.9
B.10
C.11 1/8
D. 12
8. একটি বাস 72 কিমি / ঘণ্টা গতিবেগে চলে কোন দূরত্ব 15 ঘণ্টায় অতিক্রম করল । সেই দূরত্ব 12 ঘণ্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে ?
ANS : A.16 km/h
B. 17 km/h
C.18 km/h
D.9 km/h
9. দুই ব্যাক্তি 180 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় 20 কিমি/ ঘণ্টা এবং 25 কিমি / ঘণ্টা গতিবেগ পরস্পরের দিকে যাত্রা শুরু করে । কত সময় তার মিলিত হবে ?
A.3.5 h
B.4.5 h
C.4 h
D. 3 h
10. A এবং B 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘণ্টা 15 মিনিটে মিলিতঁ হয় । A এর গতিবেগ 4 কিমি /ঘণ্টা হলে , B এর গতিবেগ কত ?
A.23/5 km/h
B. 18/5 km/h
C.28/5 km/h
D.33/5 km/h
11. দুই ব্যাক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে ১০ কিমি /ঘণ্টা এবং 12 কিমি /ঘণ্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । যাত্রা শুরুর 3 ঘণ্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
A.20km
B.19 km
C.18 km
D.17 km
12. দুই বন্ধু সাইকেলে চেপে এক স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে । তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি / ঘণ্টা এবং 22 কিমি / ঘণ্টা হলে 5 ঘণ্টা পর তাদের মধ্যে দূরত্ব কত ?
A.18 km
B.17 km
C.16 km
D.15 km
13 .দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । তাদের গতিবেগ 5 কিমি / ঘণ্টা এবং 7 কিমি / ঘণ্টা হলে , 8 ঘণ্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
ANS .A.24 KM
B.2 6 KM
C.2 8KM
D. 30km
14. এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে । চোর ও পুলিশের গতিবেগ যথাক্রম 10 কিমি/ ঘণ্টা এবং 11 কিমি / ঘণ্টা হলে ,6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে ?
A.1 00
B. 190
C.2 00
D. 150
15 . A 10 মিটার / সেকেন্ডে বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর B 15 মিটার / সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে । কত সময় পর B, A কে অতিক্রম করে ?
A.2 min
B.2 min 30sec
C.2 min 50 sec
D.2 min 40 sec
16. A এবং B সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার / সেকেন্ড এবং 15 মিটার /সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশিল । কোন এক সময়ে B, A থেকে 200 মিটার এগিয়ে থাকলে , পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার ?
A.30
B.40
C.50
D.60
17. এক ব্যাক্তি 200 কিমি দূরত্ব 12 ঘণ্টায় অতিক্রম করে । সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময়ে অতিক্রম করে । বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল ?
A.12.5 km/h
B. 12 km/h
C. 13.5 km/h
D. 13 km/h
18. এক ব্যাক্তির 60 কিমি দূরবর্তী কোন স্থানে 10 কিমি /ঘণ্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘণ্টা সময় লাগে । ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল ?
A.8 km/h
B.1 0 km/h
C. 12 km/h
D. 14 km/h
19. A এবং B একই স্থানে থেকে একই সময় 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে । A 12 কিমি / ঘণ্টা বেগে গিয়ে B অপেক্ষা 3 ঘণ্টা আগে পৌঁছায় । B এর গতিবেগ কত ছিল ?
A.8 km/h
B.10 km/h
C.1 2 km/h
D. 14 km/h
20.A 10 কিমি / ঘণ্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর B 16 কিমি / ঘণ্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে । যদি B যাত্রাস্থানে থেকে 80 কিমি দূরে A কে ধরে ফেলে , তবে A এর যাত্রা শুরুর কত সময় পরে B যাত্রা শুরু করেছিল?
A.2 h
B. 2.5 h
C.3 h
D. 3.5 h
21.একটি গাড়ি তার স্বাভাবিক গতিবেগ বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে । গাড়িটির স্বাভাবিক বেগ কত ?
A. 17 6/7 km/h
B.3 5 km/h
C.2 5 km/h
D.3 0 km/h
22.স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়।গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক সময় কত ?
A.2
B. 4/3
C.1
D. 5/4
23 .স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে ।স্বভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করে ?
A.4. 5
B. 5.5
C.6
D. 5
24.একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায় । গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে ?
A.14
B.7
C.8
D.16
25.স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে ,এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়। তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট ?
A.42
B.30
C.60
D.45
26.একটি মেল ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ 5:3 । প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে ,মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে ?
A. 100 km
B.150 km
C. 200 km
D. 175 km
27.এক ব্যক্তি কোনো স্থানে 10 কিমি /ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 30 কিমি /ঘন্টা গতিবেগে ফিরে আসে । সমগ্র যাত্রা পথের গড় গতিবেগ কত?
A.5 km/h
B. 10 km/h
C.1 5 km/h
D. 20 km/h
28.এক ব্যক্তি সমগ্র যাত্রা পথের প্রথম অর্ধাংশ 15 কিমি / ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিমি /ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে ।সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত?
A.18 km/h
B.18.5 km/h
C.1 8.75 km/h
D.19 km/h
29.এক ব্যক্তি 4 কিমি /ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি/ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে ।সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত ?
A.9 3/17 km/h
B. 3 9/17 km/h
C. 5 9/17 km/h
D. 3 5/9 km/h
30.এক ব্যক্তি 10 কিমি /ঘন্টা বেগে 40 কিমি পথ, 12 কিমি /ঘন্টা বেগে 72 কিমি পথ ,15 কিমি /ঘন্টা বেগে 150 কিমি পথ অতিক্রম করে । সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত?
A. 30 km /h
B. 13.1 km/h
C.1 3.5 km /h
D.1 4 km/h
31.এক ব্যক্তি ট্রেনে 25 কিমি /ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি /ঘন্টা গতিবেগ হেঁটে ফিরে এল ।সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিমি?
A.25
B.30
C. 20
D. 15
32.এক ছাত্র বাড়ি থেকে স্কুল 3 কিমি /ঘন্টা বেফা গেল এবং 2 কিমি /ঘন্টা গতিবেগে ফিরে এলো।সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি ?
A.6
B.5
C.5. 5
D. 6.5
33. এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে । সে প্রথম অর্ধাংশ 10.5কিমি /ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিমি /ঘন্টা গতিবেগে অতিক্রম করে ।সমগ্র পথের দূরত্ব কত ?
A.1 12 km
B. 56 km
C.6 5km
D. Non
34. দুই ব্যক্তি একই স্থানে থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি /ঘন্টা এবং 6 কিমি /ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে । দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার ?
A.400
B.500
C.600
D.700
35.একটি ট্রেন 40 কিমি /ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিমি /ঘন্টা গতিবেগে বিশিষ্ঠ ওপর একটি ট্রেনের থেকে 1 1/2 ঘন্টা সময় বেশি লাগে। অতিক্রান্ত পথের দূরত্ব কত?
A.180 km
B.160 km
C.200 km
D. 120 km
36.একটি চর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি/ঘন্টা বেগে দৌঁড়াতে শুরু করল। সেই মুহূর্তে পুলিশটি 9কিমি /ঘন্টা গতিবেগে দৌঁড়েতে শুরু করে চোরটি কে ধরে ফেলল । চোরটি কতটা পথ পৌঁছেছিল ?
A.2000 m
B.1800 m
C. 1600 m
D. 1500 m
37.একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিমি /ঘন্টা গতিবেগে সকাল 6 টার সময় রওয়না হল।অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিমি /ঘন্টা গতিবেগে সকাল 8 টার সময় একই অভিমুখে রওয়না হয় । স্টেশন থেকে কত দূরে ট্রেনটি সাক্ষাৎ হবে?
A.230 km
B. 240 km
C. 250 km
D. 260 km
38.A 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর B 20 মিটার / সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে । B- এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে ?
A.20 sec
B. 30 sec
C. 1 min
D. 2 min
39.দুটি ট্রেন সকাল 6 টা এবং সকাল 8 টা সময় যথাক্রমে 50 কিমি/ঘন্টা এবং 70 কিমি /ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরুকরে। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে?
A.11 am
B. 12 pm
C.1 pm
D. 2 pm
40 .A 10 মিটার /সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে B তাকে ধরার জন্য যাত্রা শুরু করল এবং 50 সেকেন্ড পর A কে ধরে ফেলল। B এর গতিবেগ কত ছিল?
A.11 m/s
B. 12 m/s
C. 13 m/s
D. 14 m/s
41.পরস্পর থেকে 14 কিমি দুরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয় ,আবার বিপরিতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয় । দ্রুততম ব্যক্তির গতিবেগ কত ?
A.4 km /h
B. 6 km/h
C. 8 km /h
D.10 km/h
42.পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয় ।আবার বিপরীত মুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয় ধীরগামী ব্যক্তির গতিবেগ কত?
A.1/2 km/h
B.1 km/h
C.2 km/h
D. 3 km/h
43. দুটি ট্রেন একই সময়ে A থেকে B তে এবং B থেকে A এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর B ও A স্থানে পৌঁছায়, ট্রেনদুটির গতিবেগের অনুপাত কত ?
A.2: 1
B. 3:2
C. 4:3
D.5: 4
44. দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থানে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি /ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত ?
A.5 km/h
B. 6 km/h
C.7 km/h
D. 8 km/h
45. দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে । তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থালে পৌঁছায় । প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি /ঘন্টা হলে ,স্থান দুটির মধ্যে দূরত্ব কত?
A. 336 km
B.338 km
C. 340 km
D. 342 km
46.এক ছাত্র বাড়ি থেকে 2 1/2 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায় । পরের দিন গতিবেগ 1 কিমি /ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায় । বাড়ি থেকে বিদ্যালয়ে দূরত্ব কত?
A.2 km
B.1 1/2 km
C. 1 km
D. 1 3/4 km
47. এক ছাত্র 8 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে গেলে বিদ্যালয়ে পৌঁছাতে 2.5 মিনিট দেরি হয়ে এবং 10 কিমি/ঘন্টা বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায় । বাড়ি থেকে বিদ্যালয়ে দূরত্ব কত কিমি?
A.5/8
B. 8
C.5
D. 10
48.এক ব্যক্তি 12 কিমি /ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে । কিন্তু 15 কিমি /ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত?
A.6
B.8
C.10
D.12
49.এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়। কিন্তু 15 কিমি /ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি করে । বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত কিমি ?
A.2
B.3
C. 4
D. 5
50. এক ব্যক্তি 20 কিমি /ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়। কিন্তু 25 কিমি /ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে । কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে ?
A.1 h 20 min
B. 1h 30 min
C. 1h 40min
D. 1h 50 min
51.একটি ট্রেন A স্টেশন থেকে B স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন B স্টেশন থেকে A স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে । তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে , কত সময় পরে মিলিত হবে?
A.2 h 40min
B.2 h
C.3 h
D. 3h 10 min
52. একটি ট্রেন সকাল 6টায় A স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর B স্টেশন পৌঁছায় । অপর একটি ট্রেন একই সময়ে B স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পর A স্টেশন পৌঁছায় । কখন তাদের সাক্ষাৎ হয়েছিল ?
A.8টা 35 মিনিট
B.8টা 40 মিনিট
C. 8টা 50 মিনিট
D 8টা 55 মিনিট
53.এক ব্যক্তি P স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে Q স্থানে দুপুরে 11 টায় পৌঁছায় । ওপর এক ব্যক্তি Q স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে P স্থানে দুপুর 12 টায় পৌঁছায় । কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল ?
A.7 টা 30 মিনিট
B. 7টা 50 মিনিট
C. 8টা 30 মিনিট
D 8টা 50 মিনিট
54.এক ব্যক্তি 5 কিমি /ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায় । প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে ?
A. 5h 20 min
B.5 h 25min
C.5 h 30 min
D 5h 45 min
55. এক 5 কিমি /ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায় । প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে ,সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে ?
A. 8h
B. 8h 30 min
C.9 h
D 9h 30min
56.এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান । প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে ,সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে?
A.6 h 5min
B. 6 h 10 min
C.9 h
D 6h 20min
57.একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিরতিসহ 45 কিমি/ঘন্টা গড় গতিবেগ অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে ?
A.8
B. 10
C. 12
D15
58.এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায় ।দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায়5 কিমি কম হলে,ওই দুরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে । ওই ব্যক্তির গতিবেগ কত?
A.4 0 km/h
B. 35 km/h
C.3 0 km/h
D25 km /h
59.দুটি স্থানের দূরত্ব 200 কিমি। একস্থান থেকে অন্য স্থানে ট্রেন যেতে যে সময় লাগে, বসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে । বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি /ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত ?
A.2 2 km/h
B.2 5 km/h
C.2 6 km/h
D 28 km/ h
60. একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে । যদি গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে । ট্রেনের গতিবেগ কত?
A.5 0 km/h
B. 60 km/h
C.4 5 km/h
D 40 km/h
61. একটি বাসের গতিবেগ 10 কিমি/ঘণ্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে । বাসটির প্রাথমিক গতিবেগ কত ?
A.40 km/h
B. 35 km/h
C.3 0 km/h
D. 45 km/h
62.এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করল । গতিবেগ 5 কিমি /ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগত এবং গতিবেগ 10 কিমি / ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগত । অতিক্রান্ত পথের দূরত্ব কত?
A. 80 km
B.9 0 km
C.1 00 km
D. 110 km
63. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায় । গতিবেগ 3 কিমি / ঘন্টা বেশি হলে তার 40 মিনিট কম সময় লাগত। আবার গতিবেগ 2 কিমি /ঘন্টা কম হলে 40 মিনিট বেশি সময় লাগত । পথটির দূরত্ব কত ?
A.2 0 km
B. 35 km
C. 36 2/3 km
D. 40 km
64. আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ার চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে । আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি ।উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে ?
A.9. 5 min
B. 9 min
C. 18 min
D. 20 min
65. A, B একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করল । A এবং B এর গতিবেগে যথাক্রমে 4 কিমি /ঘন্টা , 5 কিমি/ ঘন্টা । যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে?
ANS .A. 15 h
B. 21 h
C.3 5 h
D.4 2 h
66. রাম এবং স্যাম একই সময়ে A স্থান থেকে 80 কিমি দূরবর্তীB স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রামের গতিবেগ স্যামের গতিবেগ থেকে 10 কিমি /ঘন্টা কম। স্যামের B স্থান পৌঁছে ফিরে আসার সময় B থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হল । রামের গতিবেগ কত ?
ANS .A. 10 km/h
B. 15 km/h
C. 20 km/h
D. 25 km /h
67.একটি পুলিশ একটি চোরকে তাড়া করল । পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে ।কিন্তু পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত ?
A. 13:12
B. 12:13
C.15:16
D.2 4:15
68.একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করেছিল । সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায় । স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে ?
A.54/5 min
B. 12 min
C. 11 min
D. 6 min
64 number matha solve
ReplyDeletethanks
Deleteshare your friends
14
ReplyDelete