profit and loss practice set




 Type 1 = শতকরা লাভ /  লাভ 

নতুন চাকরি খবর জানতে  - CLICK HERE
formula :: 
লাভ = বিক্রয়মুল্য  -  ক্রয়মুল্য 
শতকরা লাভ = লাভ * 100 / ক্রয়মুল্য 


1 একটি বস্তু 500 টাকায় কিনে 520  টাকায় বিক্রি করলে ,তার লাভের হার  কত ?


ans ::   a.2            b. 3        c.4        d.5

ans ::  profit= 520 -500= rs. 20

     profit percentage = 20 * 100 / 500 =4% 



2. কোনো বস্তু 900 টাকায় কিনে , তার উপর 100 টাকা খরাচা করে এবং সে 1100 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত ?


ans :;a.8                b.5            c.12                d.10

answer ::

cost price = 900+100=1000

profit = 1100  -1000 = 100

profit percentage = 100*100/ 1000= 10%


3.বিক্রি মূল্যের ওপর 20 % লাভ হলে , ক্রয় মূল্যের ওপর লাভের হার কত ?

ans :a.15            b.20        c.25            d.30


answer :: 

মনে করি বিক্রয় মূল্য =100

লাভের হার =20%

ক্রয় মূল্য =100*80/100=80

ক্রয়মূল্য উপর লাভের হার =20*100/80=25%


4.ক্রয় মূল্যের ওপর 20 % লাভ হলে , বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত ?

ans ::  a.16  2/3           b.25  2/3          c.20  2/3              d.35

Answer::

মনে করি ক্রয় মূল্য =100

লাভের হার =20%

ক্রয় মূল্য =100*120/100=120

বিক্রয়মূল্য উপর লাভের হার =20*100/120=16 2/3%



5.একটি কলম  77 টাকায় বিক্রি করলে 10 % লাভ  হয় । কলমটী  যদি 100 টাকায় বিক্রি করলে লাভের হার কত ?

Ans: A. 20%       B. 25%        C. 30%       D.  22%

Answer::

মনে করি ক্রয় মূল্য =100

লাভের হার =10%

:: 77=110

100=?

100=125


লাভের হার =125-100=25%


6. 16 টি দ্রব্যের ক্রয় মূল্য ,12 টি  দ্রব্যের বিক্রি মূল্যের  সমান হলে ,লাভের হার কত ? 

Ans: A. 40%       B.  33 1/3%       C. 16 2/3%       D.  30%

Answer. ::
16 টি দ্রব্যের ক্রয় মূল্য ,12 টি  দ্রব্যের বিক্রি মূল্যের  সমান হলে
16cp=12sp
cp/sp =12/16

লাভের হার = 4*100/12=33 1/3%


7.10টি দ্রব্য 9 টাকায় কিনে 9 টি দ্রব্য 10 টাকায় বিক্রি করে  তবে লাভের হার কত ?

Ans: A. 81 33/23%       B. 81  37/23%        C. 81  45/23 %       D.  100%

10টি দ্রব্য 9টাকায় কিনে
1টি দ্রব্যের দাম 9/10

9 টি দ্রব্য 10 টাকায় বিক্রি 

1টি দ্রব্যের বিক্রয় মূল্য  10/9

লাভ =  10/9-   9/10=19/90


শতকরা লাভ =(19/90÷ 9/10 )*100=81  37/23%


8. এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি  করে , কিন্তু 1 মিটারের পরিবর্তে 90 সেমি এর স্কেল ব্যবহার করে । তার শতকরা  লাভ  কত ?

Ans: A. 11 1/9%        B. 16  2/3%        C. 4 6/5%       D. 33  1/3%

Answer::

1m=100cm

লাভ= 100-90=10

::শতকরা লাভ = 10/90 *100= 11  1/9%



9. এক অসাধু ব্যবসায়ী 30 % লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমান 15 % কম দেয় । ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত ?


Ans: A. 32  3/5%       B. 33 2/3%        C.33 1/3%        D.  17  4/13%

Answer ::

দ্রবটি 15% কম দেয় =85%

লাভ 30%করে সে = 130%

মোট লাভ = 130-85=45

শতকরা লাভ = 45/85 * 100=17 4/13%

10. একটি  কাপড়ে  পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে সমতুল্য লাভ কত হবে?

Ans: A.31%        B.  32%       C. 33%       D.  29%
Answer ::
.10+20+(10*20/100)
or.30+2=32%লাভ

11.  এক ব্যক্তি 900 টাকায় কিছু পিয়ারা কিনে 2/5 অংশ 10 % লাভে এবং বাকি পিয়ারা  25% লাভে বিক্রি করে । মোটের উপর  তার শতকরা লাভ কত ?

Ans: A. 13%       B.  12%       C.  15%      D. 19%

Ans

:: 2/5 *10  + 3/5 * 25=19%


12.এক ব্যাক্তি  500 টাকায় কিছু আপেল  কিনে , তার 3/5 অংশ 12% ক্ষতিতে বিক্রি করল । বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে ?

Ans: A. 22.5%       B. 12%        C.10%        D. 15% 

 answer 

মোটের উপর ক্ষতির হার =15 *100/500=3%
 ( 3/5 অংশ) প্রথম ক্ষেত্রে ক্ষতি হয়েছে 12%

(2/5 অংশ )মনেকরি দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয়েছে x % 2/5


-12% +2x/5% = -3
or. 2x/5=9
or. x = 22.5%

.

13. এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7অংশ 21% ক্ষতিতে বিক্রি করল । বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে ?

ans . a. 12         b.14            c.16        18

মনে করি  বাকি অংশ x % ক্ষতিতে  বিক্রি করেছে 

- 4/7  * 21  + 3/7  * x  = 6

or -12  + 3x/7  =6

or. 3x/7=12-6

or.x =14%




Type --2       

বিক্রয় মুল্য /  কত টাকায় বিক্রি করে 


14.  কোন বস্তু 8000 টাকায় ক্রয় করে , সেটি 10%  লাভে বিক্রি করলে  বস্তুতির বিক্রয় মুল্য  কত ?

ans ::a. 88000            b.8500            c.8800            d.8.800

 answer ::

 বিক্রয় মুল্য =  8000 *110/100= 8800 


15.একটি  রেডিও  400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করল 17 % ক্ষতি হবে ?

ans :: a. 305            b. 302            c.312            d.322


answer :: 

  বিক্রয় মুল্য =400 * 83/100= 322



16.  একটি বস্তু 255 টাকায় বিক্রি করায় 15%  ক্ষতি হয় । কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে ?

ans ::a.345            b.340            c.342            d.343

answer :;

85 = 255

115= x

x= 255 * 115  /85=  345


17.  এক ব্যাক্তি কোন দ্রব্য 1280 টাকায় বিক্রি করে  28% লাভ করে  , যদি সে  40%  লাভ পেতে চায় , তাহলে দ্রবটি কত টাকায় বিক্রি করতে হবে ?

ans ::a. 1360        b.1400            c.1428            d.1600

answer ::

128  =  1280

140  =  x

x=  1280 * 140 /128 =1400


18.গমের  দাম 10 % কমলে 100 টাকায় 3 কেজি বেশি পাওয়া যায় । প্রতি কেজি গমের হ্রাস প্রাপ্ত মূল্য কত ? 

Ans: A.40 টাকা        B. 10 টাকা        C.  30 টাকা      D.  50 টাকা

Answer ::

10% ঘটেছ =10/100=1/10

 price=10:9=9:10

এদের দামের পার্থক্য =10-9=1unit

তাহলে 1 unit =3 কেজি  হলে

10unit =10*3=30 টাকা।


19. এক ব্যক্তি  টাকায় 27 টি পিয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয় । টাকায় কটি বিক্রি করলে  10% লাভ হবে ? 

 Ans: A.27        B.22         C.  30     D.21
Answer ::
1%ক্ষতি =99%

25%লাভ=110%

:::99%=27

110%=?

টাকায় তাহলে (110*27/99)=30টি পিয়ারা বিক্রি করত হবে।

20.   কোন বস্তু কে  10% ক্ষতিতে  বিক্রি করে । সে যদি আরও 300 টাকা বেশি দামে বিক্রি করলে  তার 20% লাভ হত । দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রিয় মূল্য কত হবে ?

ans ::a. 1500         b.1800                c.1600            d.1200


Answer ::
মনে করি দ্রবটির ক্রয়মূল্য =x টাকা
দ্রবটির 10% ক্ষতিতে বিক্রি করলে = x*90/100=90x/100
দ্রবটির 18% লাভে বিক্রি করলে = x*120/100=120x/100

প্রশুনুসারে
12x/10 - 9x/10=300
or.3x/10=300
or.x=1000

1000 টাকা 20%লাভে বিক্রয় করলে =1000*120/100=1200 টাকা

 

21.  এক ব্যক্তি  500 কেজি চিনি কিনে কিছু চিনি 15% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 12% লাভ করে । কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে ছিলেন ? 

Ans: A.120কেজি        B. 100 কেজি         C. 112 কেজি       D.  110 কেজি 

Answer::
15%লাভের চিনি                   5%ক্ষতি চিনি
                                 12%
12-5 =7                                               15-12=3

7:3

5%ক্ষতিতে চিনি বিক্রি করে =500*3/10=150 কেজি


22. একটি দ্রব্যের  দাম 600 টাকা  10% লাভে  এক ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি 8%  ক্ষতিতে ওপর এক ব্যক্তির কাছে বিক্রি করে। সর্বশেষ বিক্রয়মূল্য কত ?

ans ::a.607.3             b.607.2            c.607.5            d.608.2

answer :: বিক্রয় মুল্য = 600 * 110/100  * 92/100=607.2

 type -- 3  ক্রয়মুল্য 


23. কোন বস্তু র  1150 টাকায়  বিক্রি  করে  15% লাভ হলে বস্তুটির ক্রয় মুল্য কত ?
ans ::a.1000            b.1200            c.1100            d.1015
answer :;
ক্রয়মুল্য = 1150 *100/115=1000

24. কোন বস্তু র  150 টাকায়  বিক্রি  করে  25% ক্ষতি  হলে বস্তুটির ক্রয় মুল্য কত ?
ans ::a.100            b.200            c.300            d.400
answer : ক্রয়মুল্য = 150 *  100/75=200


25.  A  একটি দ্রব্য B কে 12 %  লাভে এবং B এই দ্রব্যটি C কে 25 % লাভে , 1120 টাকায় বিক্রি করে । A এর ক্রয়মূল্য কত হবে ?
ans ::a.500            b.600            c.700            d.800
answer ::
A এর ক্রয়মূল্য= 1120 * 100/112  * 100/125 =800


26. A একটি পেন B কে 5 % ক্ষতিতে এবং B ওই পেনটি C কে 15 %  লাভে  3910 টাকায় বিক্রি করে । A এর ক্রয়মূল্য কত ?
ans ::a.3500            b.4000        c.4050            d.4500
answer ::A এর ক্রয়মূল্য= 3910 * 100/95  *100/115 = 4000


27. A একটি পেন B কে  12 % ক্ষতিতে এবং B ওই পেনটি C কে 20 % ক্ষতিতে , 1760 টাকায় বিক্রি করে। A এর ক্রয়মূল্য কত ?
ans ::
answer :: a. 2500        b.2800            c.3000            d.2100
A ক্রয় মুল্য =  1760 *  100/88  *  100/20 = 2500

28.এক ব্যক্তি  একটি  কলম 5% ক্ষতিতে বিক্রি করে দেখল যে আরো 24 টাকা বেশি পেলে তার 15% লাভ হত ।  বইটির ক্রয়মূল্য কত ছিল ?
ans :: a.125            b.120            c.130            d.170
answer ::
মনেকরি ক্রয়মুল্য = x  টাকা 
 x*115/100  -   x*95/100     = 24
or   23x/20  -   19x/20=24
or . 4x/20= 24
x= 120


29. এক ব্যক্তি 5%  লাভে  একটি বই বিক্রি করে দেখল যে আরো 90টাকা বেশি পেলে তার 2% লাভ হত ।  বইটির ক্রয়মূল্য কত ছিল ?
ans :: a. 2500                b.3000            c.3500        d.4000
answer ::
মনেকরি ক্রয়মুল্য = x  টাকা 
 x*105/100  -   x*102/100     = 90
or . 3x/100= 90
x= 3000

30. এক ব্যক্তি কিছু দ্রব্যের 3/5 অংশ  15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করে দেখল মোটের ওপর 50 টাকা লাভ হয়েছে । দ্রব্যটি  ক্রয়মূল্য কত ?
ans :;a. 300        b.250            c.500        d.200
answer ::
মনেকরি ক্রয়মুল্য = x  টাকা 
 x *3/5 *115/100  -   x *2/5 *110/100     = 50
or   69x/100  -   22x/50=50
or . 25x/100= 50
x= 200

31. এক ব্যক্তি কিছু দ্রব্য 2/5 অংশ 10% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 60 টাকা লাভ হল । দ্রব্য টির ক্রয়মূল্য কত ?
ans ::
answer ::
মনেকরি ক্রয়মুল্য = x  টাকা 
x*2/5*110/100  - x * 3/5 *90/100  =60
or. 22x/ 50  -  27x/50  =  60
or. 5x/50 =60
or. x=600

32.500 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 18% লাভে এবং পেনটিকে 8% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হয় । বইটির ক্রয়মূল্য কত ?
ans ::
answer ::
বই = 18                      7                              
                    15        
কলম=8                       3
 বইটির ক্রয়মুল্য =  7/10 *500=350 টাকা 


Type --3 
 শতকরা ক্ষতি 

33. কোন বস্তু  250  টাকায় ক্রয় করে  240 টাকায় বিক্রি করে  তার শতকরা ক্ষতির পরিমান কত ?
ans ::a. 1        b.2            c.3            d.4
answer :: 
ক্ষতি = 250-240=10
শতকরা ক্ষতি = 10/250  *100= 4% 

34. বিক্রয় মূল্যের ওপর 20%ক্ষতি হলে , ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত ? 
ans ::
answer ::

Ans: A. 23  1/13%       B. 16  2/3%        C.24%        D.  25%

Answer::

মনে করি বিক্রয় মূল্য =100

ক্ষতির হার =20%

ক্রয় মূল্য =100*120/100=120

ক্রয়মূল্য উপর লাভের হার =

20*100/120=16  2/3%


Type --5 
 লাভ বা ক্ষতি 

35. এক ব্যাক্তি কোন দ্রব্য  440 টাকায় বিক্রি করে  12%  ক্ষতি হয় । দ্রব্যটি যদি  620 টাকায় বিক্রি করে তাহলে তার কত শতকরা লাভ বা ক্ষতি হবে ?
ans ::a.20        b.24        c.30            d.35
answer ::
মনে করি  ক্রয়মুল্য x টাকা 
ঃঃ x * 88/100 = 440
or . x= 500 

profit = 620-500=120
 profit percentage = 120/500 *100= 24%


36.  11 টাকায় 10 টি হিসেবে পেন কিনে 10 টাকায় 11টি হিসেবে বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত ? 
ans ::A. 23%ক্ষতি       B.  21%ক্ষতি       C. 22% লাভ       D.  21 % লাভ
answer ::
Answer::
11 টাকায় 10 টি হিসেবে পেন কিনে
1 টাকায় 10/11 (ক্রয়মূল্য ) 
10 টাকায় 11টি হিসেবে বিক্রি করলে 
1টাকায় 11/10(বিক্রয়মূল্য) 
লাভ =11/10  -  10/11= 21/110
লাভের হার = (21/110)*100÷(10/11)=21%


37.7 টি  দ্রব্যের বিক্রয় মূল্য 8টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলে , লাভ বা ক্ষতির হার কত ?
ans ::a.10        b.12                c.16 2/3            d.14  2/7
 answer ::
7sp=8cp
sp/cp= 8/7
profit =8-7=1
profit percentage = 1/7  *100= 14 2/7%


38. A 27000টাকা দামের একটি  টী ভি  B কে 15% লাভে বিক্রি করল । B আবার 10% ক্ষতিতে  Aকে বাড়িটি ফিরিয়ে দিল । এর ফলে  A এর  কত লাভ  বা  ক্ষতি হবে ?
ans :: a.900            b.945                c.990                d.950
answer :: A এর  লাভ  = 27000 *  115/100  *90/100= 27945
27945-27000=945 টাকা
 

39.এক  ব্যবসায়ী   1 কেজির পরিবর্তে 850 গ্রাম এর বাটখারা ব্যবহার করে । তার লাভ বা ক্ষতির পরিমান কত ?
ans ::a.16 2/3            b.33 1/3            c.17 10/17            d. 17  11/17
answer ::
লাভ = 1000 গ্রাম  - 850 গ্রাম = 150 গ্রাম 
শতকরা লাভ = 150/850  *100= 17  11/17%


40.   একটি  ব্যাক্তি কোন বস্তু  12 % ক্ষতিতে এবং পরে 8% লাভ হস্তান্তরিত হলে, মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত হবে ?
ans :: a.4.96 % profit             b.4.86% loss            c.4.96% loss                d.3% profit 
answer ::
- 12 +8 - 12*8/100 =-4 -0.96= -4.96%
শতকরা ক্ষতি = 4.96%


41. এক ব্যক্তি 12600 টাকায় কিছু চাল  কিনে 2/5 অংশ 12% লাভে এবং বাকি অংশ 8 % ক্ষতিতে বিক্রি করে । সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ans :: a.13            b.12               c.10.4                d.12.4
answer ::
মোট  ক্ষতি = 12600 *2/5 *112/100  - 12600 *3/5 *92/100= 5644.8-6955.2=-1310.4
শতকরা  ক্ষতি = 1310.4/ 12600  *100 = 10.4%

42.এক ব্যক্তি টাকায় 10টি এবং টাকায় 11 টি হিসাবে সমান সংখ্যক কলা কিনে টাকায় 10টি হিসেবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় ?
ans :::a. 4  16/21%           b.33 1/3  %          c.17 10/17  %          d. 17  11/17%
answer ::
এখানে বলা হয়েছে সমান সংখ্যক  কলা কিনেছে 
প্রথম = 10 মনে করি 11 টাকার কলা কিনে = 11*10= 110

দ্বিতীয় =11 মনে করি 10 টাকার কলা কিনে = 10*11= 110
মোট ক্রয় মুল্য = 11+10=21
মোট  কলার সংখ্যা = 110+110=220
মোট বিক্রয় মুল্য = 220/10= 22 টাকা 
লাভ = 22-21= 1 টাকা 
শতকরা লাভ =  1/21   *100  = 4 16/21%

43. এক ব্যক্তি 2 টাকায় 11 টি    4 টাকায় 20 টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
ans ::  ans :::a. 4  16/21%           b.33 1/3  %          c.17 10/17  %          d. 17  11/17%
answer ::
2 টাকায় 11 টি   
1 টাকায় = 11/2

4  টাকায় 20 টি   
1 টাকায় =20/4=5 টি   
মনে করি প্রথমটী 10 টাকার  ক্রয় করেছে = 11/2  *10=55
                দ্বিতীয়টি 11  টাকার ক্রয় করেছে  = 5*11=55
মোট  ক্রয় মুল্য = 10+11 =21 টাকার 
মোট  লেবুর সংখ্যা  = 55+55= 110 টী 
মোট  বিক্রয় মুল্য = 110/ 5= 22
লাভ = 22-21= 1 টাকা 
শতকরা লাভ = 1/21 * 100=  4  16/21%


44. এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10 % লাভ ও অপরটিতে 15%  ক্ষতি করল । মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত ?
ans :: a.6%  লাভ     b.6.5% ক্ষতি             c.5.5% লাভ        d.5% ক্ষতি 
answer ::
= 10-15 -150/100= -5-1.5=-6.5%


45.এক ব্যক্তি 300 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 25 % লাভ ও পরেরটিতে 15% ক্ষতি করে । মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত ?
ans :: a. 4                b.5            c.6                d.7
answer ::
প্রথম টী = 300 * 125/100= 375
দ্বিতীয়টি  = 300  * 85/100=  255
 মোট বিক্রয় = 375+255=  630
মোট ক্রয়মুল্য = 300 +300 =600
মোট লাভ = 630-600=30
শতকরা লাভ = 30/600 *100= 5% 



Type -7 
discount বা  ছাড় 

46. একটি বস্তু  ধার্য মূল্য ক্রয়মূল্য  অপেক্ষা 30% বেশি । যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে তাহলে বস্তুটির বিক্রি হয় তবে লাভের শতকরা হার কত ?
ans ::  a.17                b.18            c.19            d.20
answer :;
মনে করি  বস্তুটির  ক্রয়মুল্য = 100  টাকা 
ধার্য মুল্য = 100 * 130/100 = 130
বিক্রয় মুল্য = 130 * 90/100= 117
লাভ = 117 - 100 = 17
শতকরা লাভ= 17/100  *100= 17


47. একটি  বস্তুর  ধার্য মূল্য 1550 টাকা । 12% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে । দ্রব্যটি র ক্রয়মূল্য কত ?
ans :: a. 1150            b.1059.2                c.1091.2                d.1020
answer :;
দ্রবটির  ক্রয়মুল্য = 1550 * 88/100 *100/125= 1091.2

48.একটি রেডিও 500 টাকা ধার্য মূল্যের ওপর  15% ছাড় দেওয়া হয় । আরও কত ছাড় দিলে ক্রেতা  রেডিওটিকে  408  টাকায় কিনতে পারবে ?
ans ::  a.3            b.4                c.5            d.6
answer ::
রেডিও  টির  ছাড়ের পরিমান = 
500 * 85/100 *x/100 = 408
or . x= 96
 ছাড়ের পরিমান = 100-96=4


 49. এক  ব্যাবসায়ি  কোনো বস্তুর ধার্য মূল্যের পরপর 15% এবং 18% ছাড় দিয়ে 680 টাকায় বিক্রি করে । দ্রব্য টির ধার্য মূল্য কত ?
ans :: a. 1200        b.1300        c.1500            d.1000
answer ::
বস্তুর ধার্য  মুল্য  = 680 * 100/85  * 100/82= 1000 টাকা 

50. এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 5% লাভ করে । যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হত ?

51.এক ব্যক্তি ক্রয়মূল্য যের উপর 10 % বাড়িয়ে লেখেন । বিক্রির সময়  শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 8 % লাভ হবে ? 


52. একটী  দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 20 %  বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন  এবং বিক্রির সময় 10 % ছাড় দেন । তার লাভের হার কত ?
ans :: a. 5        b.8            c.6            d.10
answer ::
মনে  করি  ক্রয়মুল্য = 100 টাকা 
ধার্য মুল্য = 100  * 120/100=  120  টাকা 
বিক্রয় মুল্য = 120 * 90/100= 108 টাকা 
লাভ = 108  -100= 8  টাকা
শতকরা লাভের হার = 8/100  *100= 8%


53.এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্য র ওপর 20% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময়  শতকরা কত  ছাড় দিলে তার 4%ক্ষতি হয় ?
ans ::a. 20            b.24            c.30            d.15
answer ::
মনে করি ক্রয়মুল্য = 100 টাকা 

ধার্য মুল্য = 100 *120/100= 120 টাকা 
বিক্রয়মুল্য = 100 * 96/100 =96  টাকা  
ছাড় =  120- 96= 24
শতকরা ছাড় = 24/120  *100 = 20%

54. একটি দ্রব্যের ক্রয় মূল্য 800 টাকা । ধার্য মূল্যের ওপর 12 % ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে, দ্রব্য টির ধার্য মূল্য কত করতে হবে ?
ans ::  a.1000            b.850            c.1020            d.1120
answer ::
800* 125/100  *112/100= 1120  টাকা

55.কোন  দ্রব্যের ধার্য মূল্য 12000 টাকা ।পরপর দুবার যথাক্রমে 15 % ও 12% ছাড় দিলে দ্রব্যটি বিক্রয়মূল্য কত হবে ?
ans :: a.11028            b.8976         c.9976            d.10286
answer ::
বিক্রয়মুল্য =  12000 * 85/100  *88/100 = 8976

others
56. ক্রয়মূল্য ও বিক্রিমূলয়ের অনুপাত 5:6 হলে, লাভের হার কত ?
ans :: a.10            b.20            c.30            d.40
answer:: লাভ =1/5*100= 20%
57. একটি দ্রব্যের ক্রয় মূল্যের ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে, ক্ষতির হার কত ?
ans ::  a.10            b.20            c.30            d.40
answer ::
ক্ষতি = 1/5*100= 20%





Comments