GK practice set 1
1. নিচের কোন সভ্যতাটি সিন্ধু সভ্যতা সমকালিন ছিল না ? a. মেসোপটেমিয়া b. গ্রিক সভ্যতা c. মিশ্র সভ্যতা d. চিন সভ্যতা 2. আয়রন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত ? a. করাটে b. গলফ c.বেসবল d.শতরঞ্জ 3.ইউরোপের কোন নদি কয়াল নামে পরিচিত ? a. রাইন b. রন c. এল্ব d,টেমস 4.পারসেক কিসের একক ? a. চুম্বকের b. প্রকাসের c.দূরত্বের d.সময়ের 5.ইন্দ্রা গান্ধী নহর কোথা থেকে বার হয়েছে ? a. ভাখরা বাঁধ b. হরিক বাঁধ c. পউং বাঁধ d.অকাই বাঁধ 6. সুলতান পুর বরদ অভয়রান্য কোথায় অবস্থিত ? a. চণ্ডীগড় b. ভরতপুর c. গুরগাব d.গান্ধীনগর 7.ভারতের এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ঃঃ a. ভারতীয় রিজার্ভ ব্যাংক b.ভারতীয় স্টেট ব্যাংক...