Posts

Showing posts from April, 2023

GK practice set 1

1. নিচের কোন সভ্যতাটি সিন্ধু সভ্যতা সমকালিন ছিল না ? a. মেসোপটেমিয়া b. গ্রিক সভ্যতা  c. মিশ্র সভ্যতা  d. চিন সভ্যতা  2. আয়রন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত ? a. করাটে  b. গলফ c.বেসবল  d.শতরঞ্জ  3.ইউরোপের কোন নদি কয়াল নামে পরিচিত ? a. রাইন b. রন  c. এল্ব  d,টেমস 4.পারসেক কিসের একক ? a. চুম্বকের      b. প্রকাসের        c.দূরত্বের         d.সময়ের  5.ইন্দ্রা গান্ধী নহর কোথা থেকে বার হয়েছে ? a. ভাখরা বাঁধ      b. হরিক বাঁধ      c. পউং বাঁধ      d.অকাই বাঁধ  6. সুলতান পুর বরদ অভয়রান্য কোথায় অবস্থিত ? a. চণ্ডীগড়            b. ভরতপুর                c. গুরগাব            d.গান্ধীনগর   7.ভারতের এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ঃঃ a. ভারতীয় রিজার্ভ ব্যাংক           b.ভারতীয় স্টেট ব্যাংক        c.ভারত সরকার অর্থ মনত্রক     d. non 8.CAD এর পুর নাম কি ? a. Computer Added Design  b. Computer Automatic Design c. Computer Automatic Decode d. Computer Added Decode  9.সুপ্রিম কোটের  বিচারপতির নিয়গ কোন অনুছেদে বর্ণিত আছে ঃ a. 125       b. 123       c.124       d.122 10.মানব দেহে প্রোটিনের পরিপাক কোথায় শুরু হয়

Bharat Ratna in bengali (ভারত রত্ন)

Image
1. ভারত রত্ন কি ?    ans :: ভারত রত্ন হল ভারতের সর্বচ্চ  নাগরিক সমান্ন । 2. ভারত রত্ন কবে থেকে চালু করা হয় ?  ans :: এটি প্রথম শুরু হয় 2nd jan 1954 .  এটি প্রথম ঘোষনা করেছিল  ডক্তর রাজেন্দ্র প্রসাদ । 3. ভারত রত্ন পুরস্কারে কি কি দেওয়া হয় ? ans:: প্রমাণ পত্র এবং একটি মেডেল।  3. ভারত রত্ন পুরস্কার কোন দিন দেওয়া হয় ?  ans:: 26 জানুয়ারি তে রাষ্ট্রপতির দ্বারা দেওয়া হয়।  এই পুরস্কার 3 লোকে দেওয়া হয় 4. ভারত রত্ন পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় ?  ans:: রাজনীতি ,কলা ,সাহিত্য, বিজ্ঞান। কিন্তু 2011 সালে সমাজের কল্যাণের জন্য  যারা ভালো কাজ করে তাদেরকেও দেওয়া হয় 5.ভারত রত্ন পুরস্কার কোথায় তৈরি করা হয় ? ans:: পশ্চিমবঙ্গের আলিপুর জেলায় তৈরি করা হয় । 6. ভারত রত্ন কি ধাতু দিয়ে তৈরি ?  ans:: এটি পিতল বা তাম্বা ধাতু দিয়ে তৈরি ।এর সামনে দিকে যে সূর্য থাকে  সেটি প্লাটিনাম ধাতুর তৈরি এবং তার নিচে লেখা থাকে ভারত রত্ন ।পিছনের দিকে অশোক স্তম্ভ আছে যার নিচে   সত্যমেব জয়তে । 7. এখনো পর্যন্ত কত জন ব্যক্তিকে ভারত রত্ন দেওয়া হযেছে? ans:: মোট 48 জন কে দেওয়া হোয়েছে ।16জন মরণোত্তর  5