GK practice set 1
1. নিচের কোন সভ্যতাটি সিন্ধু সভ্যতা সমকালিন ছিল না ?
a. মেসোপটেমিয়া
b. গ্রিক সভ্যতা
c. মিশ্র সভ্যতা
d. চিন সভ্যতা
2. আয়রন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত ?
a. করাটে
b. গলফ
c.বেসবল
d.শতরঞ্জ
3.ইউরোপের কোন নদি কয়াল নামে পরিচিত ?
a. রাইন
b. রন
c. এল্ব
d,টেমস
4.পারসেক কিসের একক ?
a. চুম্বকের
b. প্রকাসের
c.দূরত্বের
d.সময়ের
5.ইন্দ্রা গান্ধী নহর কোথা থেকে বার হয়েছে ?
a. ভাখরা বাঁধ
b. হরিক বাঁধ
c. পউং বাঁধ
d.অকাই বাঁধ
6. সুলতান পুর বরদ অভয়রান্য কোথায় অবস্থিত ?
a. চণ্ডীগড়
b. ভরতপুর
c. গুরগাব
d.গান্ধীনগর
7.ভারতের এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ঃঃ
a. ভারতীয় রিজার্ভ ব্যাংক
b.ভারতীয় স্টেট ব্যাংক
c.ভারত সরকার অর্থ মনত্রক
d. non
8.CAD এর পুর নাম কি ?
a. Computer Added Design
b. Computer Automatic Design
c. Computer Automatic Decode
d. Computer Added Decode
9.সুপ্রিম কোটের বিচারপতির নিয়গ কোন অনুছেদে বর্ণিত আছে ঃ
a. 125
b. 123
c.124
d.122
10.মানব দেহে প্রোটিনের পরিপাক কোথায় শুরু হয় ?
a.মুখ
b. পাকিস্থলি
c. খুদ্রান্ত
d. ইলিয়াম
11. "অন্ধ্রকবিতার পিতামহ" উপাধি কাকে দেওয়া হয়েছিল ?
a. পেদ্দান
b.মাধব
c.সায়ন
d.non
12.আমেদাবাদের স্থাপনা কে করেছিল ?
a.মহ্মুদ সাহা
b. প্রথম আহমেদ শাহা
c.ইলতুত্মিস
d.বাবর
13.লেড অক্সাইড (pbo) এর ব্যবসায়িক নাম কি ?
a.লিথ্রাজ
b. গেলেনা
c.সিনেবার
d. non
14. " মাফিয়া কুইনস অব মুম্বাই" এর লেখক কে ?
a.এস হোসেন জাইদি
b. খালেদ হুসেইনি
c. সামসুল হক
d. non
15. সিন্ধু সভ্যতার একটি গুরুপ্তপুরন বন্দরের নাম হল
a.তাম্রলিপ্ত
b.লথাল
c.সপ্তগ্রাম
d.পরবন্দর
16.শাসান্তন্ত্রের কোন সংশোধনে পয়ঞ্চায়তকে শাস্নতান্ত্রিক মরজ্যাদা দেওয়া হয়েছে ?
a.73তম সংশোধনে
b.56তম সংশোধনে
c.74তম সংশোধনে
d.76তম সংশোধনে
17.উক্রেনের প্রধান কৃষিজ ফসল কি ?
a. ধান
b. গম
c. ভুট্টা
d. কাপাস
18. কার্বন পরমানু ক্রমাঙ্ক 6 এবং পরমানু ভার 12 হলে , তার প্রোটন সংখ্যা কত ?
a. 6
b.12
c.18
d.0
19.দয়ানন্দ সরস্বতী কি স্থাপনা করে ছিল ?
a. ব্রাহ্ম সমাজ
b.বহুজন সমাজ
c.প্রাথনা সমাজ
d. আর্য সমাজ
20.হিরাকুন্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
a.বিহার
b.উত্তর প্রদেশ
c. পশ্চিমবঙ্গ
d.ওড়িশা
21. বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি চলানো অসুবিধা হয়ে পড়ার কারন ঃ
a. গাড়ির উপর অধিক বল প্রয়গ করা যায় না
b. ঘর্ষণ কমে যায়
c. ঘর্ষণ বেড়ে যায়
d. ঘর্ষণ শূন্য হয়ে যায়
22.ভিটামিন সি হল ঃ
a. টোকফেরল
b.অ্যাঁস্কারিক অ্যাসিড
c.সায়ানকোবাল্ট
d. থায়মিন
23.প্রবাল কি ?
a.এক স্থলীয় জীব
b.সমুদ্রিয় জীব
c.বন্য কাঠ
d.non
24. Smart Money কথাটি কোথায় ব্যবহৃত হয় ?
a. ইন্টারনেট ব্যাংকিং
b. ক্রেডিট কার্ড
c. ব্যাংক নগদ
d. পাবলিক ক্যাশ
25.একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় ;;
a. প্রাথমিক ক্ষেত্রে
b.মাধ্যমিক ক্ষেত্রে
c.তৃতীয় ক্ষেত্রে
d.non
answer sheet ::
1. b. গ্রিক সভ্যতা 2.b. গলফ 3. a. রাইন 4. c.দূরত্বের 5. b. হরিক বাঁধ 6.c. গুরগাব
7. c.ভারত সরকার অর্থ মনত্রক 8. a. Computer Added Design 9. c.124 10.b. পাকিস্থলি
11. a. পেদ্দান 12.b. প্রথম আহমেদ শাহা 13.a.লিথ্রাজ 14.a.এস হোসেন জাইদি 15.b.লথাল
16.a.73তম সংশোধনে 17. b. গম 18.a. 6 19. d. আর্য সমাজ 20.d.ওড়িশা
21.b. ঘর্ষণ কমে যায় 22.b.অ্যাঁস্কারিক অ্যাসিড 23. b.সমুদ্রিয় জীব 24. c. ব্যাংক নগদ
25. c.তৃতীয় ক্ষেত্রে
Comments
Post a Comment