West Bengal All River in Bengali

 West Bengal All River in Bengali




আত্রাই নদী 

উৎস - পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি শহরের কাছে বৈকণ্ঠপুর জঙ্গলে জোরাপানি নদী

থেকে উৎপন্ন হয়েছে।

দেশ- ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ

মিলনস্থল - বাংলাদেশের চলন বিল

দৈর্ঘ্য 390 km

যুক্ত নদী - ফুলেশ্বরী ও কারাতোয়া

তীরবর্তী শহর - কুমারগঞ্জ শিলিগুড়ি বালুরঘাট (পশ্চিমবঙ্গের)

গতিপথ - আত্রাই নদী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি শহরে উৎপন্ন হয়ে বাংলাদেশের

প্রবেশ করে এবং পুনরায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এবং বালুরঘাট শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বাংলাদেশে প্রবেশ করে।


বক্রেশ্বর নদী


উৎস - ময়ুরাক্ষী নদী

রাজ্য :: ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ
-
জলাধার ::  'নীল নির্জন' এই জলাধারটি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে।
গতিপথ - বক্রেশ্বর নদী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় ময়ূরাক্ষী নদী থেকে উৎপন্ন হয়েছে এবং বীরভূমে মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলায় কোপাই নদীতে মিলিত হয়েছে।

বালাসোন নদী 


উৎস - দার্জিলিংয়ের জোড়পোখরি
মিলন স্থল - দার্জিলিংয়ে ময়ূরাক্ষী নদী
দৈর্ঘ্য ---49.40km
-
বালাসোন নদী হল মহানন্দার একটি ডানতীরের উপনদীর।


মিলন স্থল - কোপাই নদী


বাঁশলই নদী 


উৎস - ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার সাহেবগঞ্জ জেলার বাঁশ পাহাড় ।

রাজ্য  - ঝাড়খণ্ড ,পশ্চিমবঙ্গ।

গতিপথ - বাঁশলই নদী ঝাড়খণ্ডের পাহাড় থেকে উৎপন্ন হয় সাহেবগঞ্জ  পাকুর এবং পশ্চিমবঙ্গের
বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর-র কাছে ভাগীরথী নদীতে মিশেছে।


বরাকর নদী



মিলন স্থল - মুর্শিদাবাদে ভাগিরথী-হুগলি নদী

উৎস - ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলার পদ্মা শহরের কাছে ছোটনাগপুর মালভূমি।

মিলন স্থল - পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ডিসেরগড়ে দামোদর নদী

রাজ্য - ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ

দৈর্ঘ্য - 225km

ডান তীরের উপনদী - বৰ্ষতি নদী
বাম তীরের উপনদী - উসরি নদী

জলাধার ও জলবিদ্যুৎ কেন্দ্র - তিলাইয়া বাঁধ, এটি DVC-এর প্রথম বাঁধ (ঝাড়খন্ড), মাইথন বাঁধ (ঝাড়খন্ড)



বিদ্যাধরী নদী 


উৎস - নদীয়ার হরিণঘাটা
তীরবর্তী শহর - দেগঙ্গা, হাবরা, বারাসাত

মিলন স্থল - সুন্দরবন অঞ্চলের রায়মঙ্গল নদী

প্রত্নতাত্ত্বিক স্থান - চন্দ্রকেতুগড়, এটি 300 খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত হওয়া একটি গুরুত্বপূর্ণ বন্দর।

ব্রাহ্মণী নদী ::



উৎস - ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় দুমকা শহরের কাঁথিকুন্ড থেকে উৎপন্ন।

গতিপথ – ব্রাহ্মণী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণায় উৎপন্ন হয় এবং তারপর বীরভূমের রামপুরহাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে মুর্শিদাবাদ জেলার দ্বারকা নদীর সাথে মিলিত হয়েছে।


তীরবর্তী শহর - দুমকা ও রামপুরহাট
.
বাঁধ - বৈধরা ব্যারেজ

মিলন স্থল - মুর্শিদাবাদে দ্বারকা নদী


চূর্ণী নদী ::


উৎপত্তি :: মাথাভাঙ্গা নদিয়া

গতিপথ ::চূর্ণী শিবনিবাস, হাঁসখালি, বীরনগর, আড়ংঘাটা এবং রানাঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং অবশেষে চাকদহের কাছে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে।

মিলন স্থল :: হুগলি

Comments

Popular posts from this blog

BOATS AND STREAM 30+ problem important

TIME AND DISTANCE full details in bengali

Society Of The Snow movies story in hindi Download link