Posts
Showing posts from September, 2023
chandrayaan gk in bengali
- Get link
- X
- Other Apps
চন্দ্রযান 1 1. ভারত সরকার কখন প্রথম ভারতীয় চাঁদ মিশনের জন্য ISRO-এর প্রস্তাব চন্দ্রযান 1 অনুমোদন করে: - নভেম্বর 2003 সালে. 2. চন্দ্রযান 1 কখন চালু হয়েছিল:- 22 অক্টোবর 2008-এ 3. চন্দ্রযান 1 কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল:- সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। 4. যখন চন্দ্রযান 1 চাঁদের কক্ষপথে পৌঁছেছিল:- 8 নভেম্বর 2008 তারিখে 5. চন্দ্রযান 1 কোন রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল:- PSLV-XL-C11 6. চন্দ্রযান 1 উৎক্ষেপণের সময় ISRO-এর চেয়ারম্যান কে ছিলেন:- জি মাধবন 7. চন্দ্রযান 1 উৎক্ষেপণের সময় প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন:- এ কে অ্যান্টনি 8. চন্দ্রযান 1 উৎক্ষেপণের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন:- মনমোহন সিং 9. চন্দ্রযান 1 উৎক্ষেপণের সময় রাষ্ট্রপতি কে ছিলেন:- প্রতিভা পাতিল 10. ভারতের আগে চাঁদে পৌঁছেছে এমন আরও তিনটি দেশ কারা: - সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং জাপান 11. ইমপ্যাক্টর (গবেষণা বাহন) অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদের পৃষ্ঠে আঘাত করেছিল। যে অংশে আঘাত করেছিল তার নাম কী:- জওহর পয়েন্ট । 12. চন্দ্রযান 1 এর ল্যান্ডিং পয়েন্টকে কী বলা হয়:- জওহর পয়েন্ট 13. চন্দ্রযান 1 ক
gk practice set 2
- Get link
- X
- Other Apps
1. ব্রাহুসভার প্রথম সচিব কে ছিলেন? (a) চন্দ্রশেখর দেব (b) তারাচাঁদ চক্রবর্তী (c) প্রসন্নকুমার ঠাকুর (d) দ্বারকানাথ ঠাকুর 2. অন্ধ্রকবিতার পিতামহ' উপাধি কাকে দেওয়া হয়েছিল? (a) সায়ন (b) মাধব (c) নাথ বিদ্যালঙ্কার (d) পেদ্দান 3. ডানকান প্যাসেজ. কোথায় অবস্থিত? (a) আন্দামান ও নিকোবর (চ) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান (c) আমিনদিভি ও লাক্ষাদ্বীপপুঞ্জ (d) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর 4. _____ রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ। (a) পাঞ্জাব (c) অসম (b) অন্ধ্রপ্রদেশ (d) গুজরাট 5. ভারতীয় সংবিধানের____ নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। (a) 275 (b) 280 (c) 282 (d) উপরের কোনটিই নয় 6. কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ? (a) 1976 (b) 1978 (c) 1980 (d) 1982 7. বেলুনে কী গ্যাস থাকে? (a) হিলিয়াম (b) আর্গন (c) অক্সিজেন (d) নাইট্রোজেন 8. নিউট্রনের আবিষ্কর্তা হলেন- : (a) জে. স্যাডউইক (b) জে. জে. থমসন (c) রাদারফোর্ড (d) নীলস বোর 9. নিম্নোক্ত কোটি মানুষের বংশগত রোগ নয় ? (a) হিমোফিলিয়া (b) বর্নান্ধতা (c) আলঝাইমার (d) ডাউনম্ স