gk practice set 2

1. ব্রাহুসভার প্রথম সচিব কে ছিলেন?
(a) চন্দ্রশেখর দেব 
(b) তারাচাঁদ চক্রবর্তী
(c) প্রসন্নকুমার ঠাকুর 
(d) দ্বারকানাথ ঠাকুর


2. অন্ধ্রকবিতার পিতামহ' উপাধি কাকে দেওয়া
হয়েছিল?
(a) সায়ন
(b) মাধব
(c) নাথ বিদ্যালঙ্কার 
(d) পেদ্দান


3. ডানকান প্যাসেজ. কোথায় অবস্থিত?
(a) আন্দামান ও নিকোবর
(চ) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
(c) আমিনদিভি ও লাক্ষাদ্বীপপুঞ্জ
(d) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর


4. _____ রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ।
(a) পাঞ্জাব
(c) অসম
(b) অন্ধ্রপ্রদেশ
(d) গুজরাট



5. ভারতীয় সংবিধানের____ নম্বর ধারা
অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়।
(a) 275
(b) 280
(c) 282
(d) উপরের কোনটিই নয়


6. কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক
কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত
করেন ?
(a) 1976
(b) 1978
(c) 1980
(d) 1982



7. বেলুনে কী গ্যাস থাকে?
(a) হিলিয়াম
(b) আর্গন
(c) অক্সিজেন
(d) নাইট্রোজেন


8. নিউট্রনের আবিষ্কর্তা হলেন-
: (a) জে. স্যাডউইক
 (b) জে. জে. থমসন
(c) রাদারফোর্ড
(d) নীলস বোর


9. নিম্নোক্ত কোটি মানুষের বংশগত রোগ
নয় ?
(a) হিমোফিলিয়া
 (b) বর্নান্ধতা
 (c) আলঝাইমার
 (d) ডাউনম্ সিনড্রোম


10. কালো এবং সাদা ফটোগ্রাফিতে নিচের কোন যৌগ ব্যবহার করা হয়?
 
 A. সিলভার অক্সাইড
 B. সিলভার ব্রোমাইড
 C. সিলভার ক্লোরাইড
 D. সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড উভয়ই


11 .ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রয়োগ করা হয়েছিল?
 
 A. রাজস্থান
 B. পশ্চিমবঙ্গ
 C. মধ্যপ্রদেশ
 D. উত্তরপ্রদেশ


12.AIDS এর পূর্ণরূপ কি ?
 A . Artificial Immune Deficiency Syndrome 
 B. Added Immune Deficient Syndrome 
C.Aggravated Immune Deficient Syndrome 
D. Acquired Immune Deficiency Syndrome 



13. নিউল্যান্ডের অক্টেট নিয়মে, প্রথম উপাদান ____ এবং সর্বশেষ পরিচিত উপাদান______
 উঃ
 A. হাইড্রোজেন, থোরিয়াম
 B. হাইড্রোজেন, জিরকোনিয়াম
 C. হিলিয়াম, জিরকোনিয়াম
 D. হাইড্রোজেন, ল্যান্থানাম




14. নিচের কোন গ্রুপের জীব পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়ক?
 উঃ
 A. শৈবাল এবং লাইকেন
 B. প্রোটোজোয়া এবং লাইকেন
 C. শৈবাল এবং প্রোটোজোয়া
 D. ব্যাকটেরিয়া এবং ছত্রাক


15. বৈদ্যুতিক মোটরের কোন অংশে প্রবাহিত তড়িৎ প্রবাহের দিক বিপরীত হয়?
 A. কয়েল
 B. নরম লোহার কোর
 C. বিভক্ত রিং
 D. ব্রাশ



16. বাল্ব ফিলামেন্ট___ পেতে অত্যন্ত পাতলা এবং প্রাপ্তি দীর্ঘ তৈরি.
 উঃ
 A. উচ্চ প্রতিরোধের
 B. উচ্চ প্রবাহ
 C. উচ্চ প্রতিরোধ ক্ষমতা
 D. উচ্চ ভোল্টেজ
 

17.ধোঁয়ায় ভরা ঘরে প্রবেশ করার সময় নিচের কোনটির কারণে আলোর সূক্ষ্ম রশ্মি দেখা যায়?
 উঃ
 A. আলোর বিচ্ছুরণ
 B. আলোর প্রতিসরণ
 C. আলোর বিচ্ছুরণ
 D. আলোর প্রতিফলন


18.পেরিয়ার নদী ভারতের কোন রাজ্যে প্রবাহিত হয়?
 A. ওড়িশা
 B. কেরালা
 C. পাঞ্জাব
 C. ত্রিপুরা



19 .ভারতের নিচের কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বন পাওয়া যায়?
 উঃ
 A. কেরালা
 B. রাজস্থান
 C. গুজরাট
 D. উত্তরপ্রদেশ

20.ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেয়। এই কোনটি ____তাদের অন্তর্ভুক্ত না?
 উঃ
 A. ধারা 352- জাতীয় জরুরি অবস্থা
 B. অনুচ্ছেদ 360 – আর্থিক জরুরী
 C. ধারা 356 – রাষ্ট্রীয় জরুরি অবস্থা (রাষ্ট্রপতির শাসন)
 D. অনুচ্ছেদ 358 - জনস্বাস্থ্য জরুরি অবস্থা




21.ক্লোর ক্ষার প্রক্রিয়ায়, তিনটি পণ্য, _____ ______ এবং _____ উৎপন্ন হয়।
 হয়.
 উঃ
 A. অক্সিজেন, হাইড্রোজেন, NaOH
 B. হাইড্রোজেন, ক্লোরিন, NaOH
 C. ক্লোরিন, হাইড্রোজেন, Na2CO3
 D. ক্লোরিন, অক্সিজেন, Na2CO3




22.'চলো লোকু' উৎসব কোন রাজ্যে পালিত হয়?
 উঃ
 A . উত্তরপ্রদেশ
 B.অন্ধ্রপ্রদেশ
 C. মধ্যপ্রদেশ
 D. অরুণাচল প্রদেশ




23.1930 সালে লবণ উৎপাদনে ব্রিটিশদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে নিচের কোনটি অহিংস বিক্ষোভ পরিচালিত হয়েছিল?
 উঃ
 A. খেদা সত্যাগ্রহ
 B. আইন অমান্য
 C. খেলাফত আন্দোলন
 D. ডান্ডি মার্চ 



24.প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবর্তনের সময় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন নিচের মধ্যে কে?
 A. সর্দার বল্লভভাই প্যাটেল
 B. জওহরলাল নেহেরু
 C. রাজেন্দ্র প্রসাদ
 D. হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়



25. জৈনধর্মে, 'জৈন' শব্দটি সংস্কৃত শব্দ 'জিন' থেকে এসেছে, যার অর্থ_______. অর্থাৎ যিনি সমস্ত মানুষকে দিয়েছেন আবেগ জয় করেছেন.
 উঃ
 A. বিজয়ী
 B. তত্পরতা
 C. অমর
 D. সততা
 




Answer sheets :: 
1. Ans::  d   2.Ans:: d   3.Ans :: d   4.And ::a
5.Ans ::b   6. Ans ::a  7.Ans ::a  8.Ans:: a
9.Ans::c  10.ans: D  11.ans: A   12.ans::D
13. ans :: A  14. ans: D  15. ans : C  16.ans :A  17. ans: A  18. ans : B  19.ans::A 
20.ans :: D  21.and :: B  22.ans -D  23.ans:: D  24.ans :B  25.ans :: A










Comments

Popular posts from this blog

BOATS AND STREAM 30+ problem important

TIME AND DISTANCE full details in bengali

Society Of The Snow movies story in hindi Download link