বাপুরাম সাপুরে কবিতা bapuram sapure poem

 

বাবুরাম সাপুড়ে

সুকুমার রায়





বাবুরাম সাপুড়ে,

কোথা যাস বাপুরে

আয় বাবা দেখে যা,


দুটো সাপ রেখে যা -

যে সাপের চোখ নেই,

শিং নেই, নোখ নেই,


ছোটে না কি হাঁটে না,

কাউকে যে কাটে না,

করে না কো ফোঁসফাঁস

মারে নাকো ঢুসটাস,


নেই কোন উৎপাত,

খায় শুধু দুধভাত,


সেই সাপ জ্যান্ত,

গোটা দুই আন তো,

তেড়ে মেরে ডাণ্ডা

ক'রে দিই ঠাণ্ডা।



Comments

Popular posts from this blog

Food SI Question Paper 2019.pdf

Simple Interest বা সরল সুদ

Mock Test 2 WBP SI Premilanary Question & Answer 2019