ঘুম পাড়ানি মাসি- পিসি ghum parano masi pisi

 ঘুম পাড়ানি মাসি- পিসি



ঘুম পাড়ানি মাসি- পিসি

মোদের বাড়ি এসো,

খাট নাই পালং নাই

খোকার চোখে বসো।

বাটা ভরে পান দিবো

গাল ভরে খেয়ো,

খোকার চোখে ঘুম নাই

ঘুম দিয়ে যেয়ো


চাঁদ উঠেছে ফুল ফুটেছে



চাঁদ উঠেছে ফুল ফুটেছে

কদম তলায় কে,

হাতি নাচছে ঘোড়া নাচছে

সোনা মনির বিয়ে।


খোকা গেছে মাছ ধরতে



খোকা গেছে মাছ ধরতে

ক্ষীর নদীর কূলে,

ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে

মাছ নিয়ে গেল চিলে 


খোকন খোকন ডাক পাড়ি



খোকন খোকন ডাক পাড়ি,

খোকন মোদের কার বাড়ি?

আয়রে খোকন ঘরে আয়,

দুধ মাখা ভাত কাকে খায় ।


আগডুম বাগডুম



আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,

ঢাক ঢোল ঝাঁঝর বাজে।

বাজাতে বাজাতে চললো ঢুলি,

ঢুলি গেলো কমলাফুলি ।

কমলাফুলির টিয়েটা

সুয্যি মামার বিয়েটা ।


কাজের লোক

নবকৃষ্ণ ভট্টাচার্য



মৌমাছি, মৌমাছি

কোথা যাও নাচি নাচি

দাঁড়াও না একবার ভাই।

এই ফুল ফোটে বনে

যাই মধু আহরণে

দাঁড়াবার সময় তো নাই।

ছোট পাখি, ছোট পাখি

কিচিমিচি ডাকি ডাকি

কোথা যাও বলে যাও শুনি।

এখন না কব কথা

আনিয়াছি তৃণলতা

আপনার বাসা আগে বুনি ।

পিপীলিকা, পিপীলিকা

দলবল ছাড়ি একা

কোথা যাও, যাও ভাই বলি।

শীতের সময় চাই

খানা খুঁজিতেছি। তাই

হয় পায়ে পিলপিল চলি।



খোকা ঘুমালো পাড়া জুড়ালো


খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এল দেশে।

বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে?

ধান ফুরল, পান ফুরল, খাজনার উপায় কী?

আর ক'টা দিন সবুর কর রসুন বুনেছি।।

ধনিয়া পিঁয়াজ গেছে পচে সর্ষে ক্ষেতে জল।

খরা-বন্যায় শেষ করিল বর্ষার ফসল।।

ধানের গোলা, চালের ঝুড়ি সব শুধু খালি।

ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে শত শত তালি।

Comments