তালগাছ কবিতা Talgach poem

তালগাছ

রবীন্দ্রনাথ ঠাকুর


তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।


মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?


তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার,


মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার ।


সারাদিন ঝরঝর থখর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,


মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।


তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি
যেই ভাবে, মা যে হয় মাটি তার
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।


এই কবিত  পড়তে আপনাদের কোন সময়ের কোথা মনে পড়ে comment করুন ।

Comments

Popular posts from this blog

BOATS AND STREAM 30+ problem important

Number System math problem

Simple Interest বা সরল সুদ