Method of mesurment in bengali
Physical Science in Bengali রাশি ও পরিমাপ AUDIO FILE পরিমাপ (measurment) রাশি:-পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়ক হল রাশি। যেমন:-দৈর্ঘ্য ,ভর,সময়,গতিবেগ। ভৌত রাশি দুপ্রকার:-(a)স্কেলার রাশি এবং (b)ভেক্টর রাশি। (1) স্কেলার রাশি:-যে রাশির মান আছে ,কিন্তু কোনো অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে। উদাহরণ:-দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, উষ্ণতা,চাপ,দ্রুতি,কম্পাঙ্ক,ঘনত্ব,কার্য। -স্কেলার রাশি বীজগণিতের সাধারণ নিয়মানুসারে হয়। (2) ভেক্টর রাশি:-যে রাশির মান এবং অভিমুখ দুই আছে,তাদের ভেক্টর রাশি বলে। উদাহরণ:-বেগ, ত্বরণ,সরন,ভরবেগ ওজন,বল,ক্ষেত্রফল। -ভেক্টর রাশি বীজগণিত সাধারণ নিয়মানুসারে হয় না। একক:-কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে, ওই রাশির একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমান ধরে প্রদপ্ত রাসিটির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমানটিকে উক্ত ভৌত রাশির একক বলে। # মূল একক:- যে সব একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনোরকম অন্য এককের ওপর নির্ভরশীল নয়,তাদের প্রাথমিক বা মূল একক বলে। উদাহরণ:-দৈর্ঘ্য, ভর, সময় । # লব্ধ একক: - যে একক এক বা একাধিক মূল এককের দ্বারা গঠিত হয়, তাকে লব্ধ একক বলা হয় । উদাহরণ:-ক্ষ