Vedic CultureGk in Bengali (1500 BC - 600 BC)
বৈদিক সংস্কৃতি (1500 BC - 600 BC) .1. প্রাক-বৈদিক বা ঋগ্বেদিক সংস্কৃতির সময়কাল কী বলে মনে করা হয়? (a) 1500 বিসি 1000 বিসি (b) 1000 বিসি - 600 খ্রিস্টপূর্বাব্দ (c) 600 খ্রিস্টপূর্বাব্দ - 600 খ্রি (d) এর কোনটিই নয় 2. কোনটিকে উত্তর-বৈদিক সংস্কৃতির যুগ বলে মনে করা হয়? (a) 1500 বিসি 1000 বিসি (b) 1000 বিসি -600 বিসি (c) 600 খ্রিস্টপূর্বাব্দ 600 খ্রি (d) এর কোনটিই নয় 3. 'আর্য' শব্দের আভিধানিক অর্থ হল- (a) সাহসী বা যোদ্ধা (b) শ্রেষ্ঠ বা মহৎ (c) যজ্ঞ সম্পাদনকারী বা পুরোহিত (d) পণ্ডিত 4. আদি আর্যদের সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? (a) তিনি একজন সংস্কৃত বক্তা ছিলেন (b) তারা ঘোড়ায় চড়ত (c) তারা বহু দলে ভারতে পৌঁছেছিল (d) তারা প্রধানত শহরে বাস করত 5. বৈদিক যুগের মানুষের কোন ফসল সম্পর্কে জ্ঞান ছিল না? (a) যব (b) গম (c) চাল (d) তামাক 6. বেদ-পরবর্তী যুগের বেদ-বিরোধী এবং ব্রাহ্মণ-বিরোধী ধর্মীয় শিক্ষকদের ক