Vedic CultureGk in Bengali (1500 BC - 600 BC)

 বৈদিক সংস্কৃতি (1500 BC - 600 BC)


.1. প্রাক-বৈদিক বা ঋগ্বেদিক সংস্কৃতির সময়কাল কী বলে মনে করা হয়?

(a) 1500 বিসি 1000 বিসি        (b) 1000 বিসি - 600 খ্রিস্টপূর্বাব্দ        (c) 600 খ্রিস্টপূর্বাব্দ - 600 খ্রি            (d) এর কোনটিই নয়


2. কোনটিকে উত্তর-বৈদিক সংস্কৃতির যুগ বলে মনে করা হয়?

(a) 1500 বিসি 1000 বিসি        (b) 1000 বিসি -600 বিসি            (c) 600 খ্রিস্টপূর্বাব্দ 600 খ্রি            (d) এর কোনটিই নয়


3. 'আর্য' শব্দের আভিধানিক অর্থ হল-

(a) সাহসী বা যোদ্ধা         (b) শ্রেষ্ঠ বা মহৎ         (c) যজ্ঞ সম্পাদনকারী বা পুরোহিত         (d) পণ্ডিত


4. আদি আর্যদের সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?

(a) তিনি একজন সংস্কৃত বক্তা ছিলেন        (b) তারা ঘোড়ায় চড়ত                (c) তারা বহু দলে ভারতে পৌঁছেছিল

(d) তারা প্রধানত শহরে বাস করত


5. বৈদিক যুগের মানুষের কোন ফসল সম্পর্কে জ্ঞান ছিল না?

(a) যব         (b) গম             (c) চাল         (d) তামাক


6.  বেদ-পরবর্তী যুগের বেদ-বিরোধী এবং ব্রাহ্মণ-বিরোধী ধর্মীয় শিক্ষকদের কা বলা হত?

(a) যজমান         (b) শ্রমণ         (c) অথর্বণ         (d) শ্রেষ্ঠীণ

,

7. বৈদিক গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল-

(a) শতপথ ব্রাহ্মণ         (b) অথর্ববেদ         (c) শূল্ব সূত্র         (d) চাঁদোগ্য উপনিষদ


8. কোন বেদে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে?

(a) ঋগ্বেদ         (b) যজুর্বেদ         (c) অথর্ববেদ         (d) সামবেদ


9..পরবর্তী বৈদিক যুগে রচিত গ্রন্থের সঠিক ক্রম নিচের কোনটি?

(a) বেদ, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ

(b) বেদ, উপনিষদ, ব্রাহ্মণ ও আরণ্যক

(c) উপনিষদ, বেদ, ব্রাহ্মণ এবং আরণ্যক

(d) বেদ, আরণ্যক, ব্রাহ্মণ ও উপনিষদ


10. বেদের সংখ্যা কত?

(a) দুই                 (b) তিন             (c) চার             (d) পাঁচ


11.কোন তিনটি বেদকে যৌথভাবে 'ত্রয়ী' বা 'বেদাত্রয়ী' বলা হয়?

(a) ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ

(b) ঋগ্বেদ, যজুর্বেদ ও অথর্ববেদ

(c) ঋগ্বেদ, সামবেদ এবং অথর্ববেদ i.

(d) যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ


12. ভারতের কোট অব আর্মস-এ ব্যবহৃত 'সত্যমেব জয়তে' শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?

(a) মুণ্ডক উপনিষদ         (b) কথা উপনিষদ         (c) ঈশা উপনিষদ             (d) বৃহদারণ্যক উপনিষদ


13. ঋগ্বেদিক আর্যদের প্রধান পেশা কি ছিল?

(a) কৃষি         (b) পশুপালন         (c) শিক্ষা         (d) ব্যবসা


14. ভারতীয় সঙ্গীতের মূল পাঠকে বলা হয়-

(a) ঋগ্বেদ         (b) উপনিষদ         (c) যজুর্বেদ             (d) সামবেদ


15. কৃষ্ণ ভক্তির প্রথম এবং প্রধান গ্রন্থ হল-

(a) মহাভারত         (b) শ্রীমদ ভাগবত গীতা         (c) গীতা গোবিন্দ         (d) এর কোনোটিই নয়


16. ঋগ্বেদে সম্পত্তির প্রধান রূপ কী?

(a) গরু            (b) জমি         (c) a এবং b উভয়ই         (d) এর কোনটিই নয়


17. ঋগ্বেদের কোন বিভাগে প্রথমবার শূদ্রের কথা বলা হয়েছে?

(a) সপ্তম             (b) অষ্টম             (c) নবম             (d) দশম

18. পুরাণের সংখ্যা কত?

(a) 18         (b) 19         (c) 20         (d) 21


19. 'শুল্ভ সূত্র' কোন বিষয়ের সাথে সম্পর্কিত একটি বই?

(a) জ্যামিতি             (b) জ্যোতিষশাস্ত্র             (c) গণিত         (d) জ্যোতির্বিদ্যা


20. 'আসতো মা সদগমায়া। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। মৃত্যুর্মা অমৃতম গাময়। এটা কোথা থেকে নেওয়া হয়?

(a) উপনিষদ         (b) বেদাঙ্গ         (c) মহাকাব্য     (d) পুরাণ


21. আর্যরা বাইরে থেকে ভারতে এসেছিল এবং তারাই প্রথম বসতি স্থাপন করেছিল-

(a) সমতটে             (b) প্রাগজ্যোতিষে             (c) পাঞ্জাবে         (d) পাঞ্চালে


22. বেদকে কেন 'অপৌরুষেয়' বলা হয়েছে?

(a) কারণ বেদগুলি বদু থেকে দেবতাদের দ্বারা রচিত হয়েছিল

(b) কারণ বেদ পুরুষদের দ্বারা রচিত হয়েছিল

(c) কারণ বেদ ঋষিদের দ্বারা রচিত হয়েছিল

(d) এর কোনটিই নয়


23. বৈদিক ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল নিচের কোনটির উপাসনা?

(a) প্রকৃতি             (b) পশুপতি             (c) দেবী মাতা             (d) ত্রিমূর্তি


24. ঋগ্বেদে 'পুরন্দর' শব্দটি কোন দেবতার জন্য ব্যবহৃত হয়েছে?

(a) ইন্দ্র         (b) অগ্নি         (c) বরুণ         (d) সোম


26. বেদকে কেন 'অপৌরুষেয়' বলা হয়েছে?

(a) কারণ বেদ দেবতাদের দ্বারা রচিত হয়েছিল

(b)কারণ বেদ পুরুষদের দ্বারা রচিত হয়েছিল

(c)কারণ বেদ ঋষিদের দ্বারা রচিত হয়েছিল

(d) এর কোনোটিই নয়


27..বৈশেষিক দর্শনের ব্যাখ্যাকারী হল-

(a) কপিল         (b) অক্ষপদ গৌতম         (c) উলুক কানাদ         (d) পতঞ্জলি



28. মীমাংসা বা পূর্ব-মীমাংসা দর্শনের প্রবক্তারা হলেন-

(a) জৈমিনী         (b) বাদরায়ণ         (c) কপিল         (d) গৌতম


29. বেদান্ত বা উত্তর-মীমাংসা দর্শনের প্রবক্তারা হলেন-

(a) জৈমিনী         (b) বাদরায়ণ         (c) বুদ্ধ         (d) মহাবীর


30. ঋগ্বেদের কোন বিভাগটি সম্পূর্ণরূপে সোমকে উৎসর্গ করা হয়েছে?

(a) সপ্তম বিভাগ         (b) অষ্টম বিভাগ         (c) নবম বিভাগ         (d) দশম বিভাগ


31. দশ রাজার বিখ্যাত যুদ্ধ - দশরাজ যুদ্ধ - কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল?

(a) গঙ্গা         (b) ব্রহ্মপুত্র         (c) কাবেরী         (d) পারুষ্ণী


32. ধর্মশাস্ত্রে ভূমি রাজস্বের হার কত?

(a) 1/3         (b) 1/4             (c) 1/6             (d) 1/8



33. 800 BC থেকে 600 BC পর্যন্ত সময়কাল কোন যুগের সাথে যুক্ত?

(a) ব্রাহ্মণ যুগ              (b) সূত্র যুগ         (c) রামায়ণ যুগ         (d) মহাভারত যুগ


34. কোন যুগে অস্পৃশ্যতার ধারণাটি স্পষ্টভাবে উদ্ভূত হয়েছিল?

(a) ঋগবৈদিক যুগে         (b) বৈদিক-পরবর্তী যুগে         (c) গুপ্ত-উত্তর যুগে         (d) ধর্মশাস্ত্রের যুগে



35. এশিয়া মাইনরে অবস্থিত বোগাজকোই গুরুত্বপূর্ণ কারণ

(a) সেখানে প্রাপ্ত শিলালিপিতে 4 বৈদিক দেবতার উল্লেখ আছে – ইন্দ্র, বরুণ, মিত্র, নাসত্য।

(b) মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল

(c) বেদের মূল পাঠ এখানে রচিত হয়েছিল

(d) এর কোনোটিই নয়




36. গায়ত্রী মন্ত্র (দেবী সাবিত্রীকে সম্বোধন করা) কোন গ্রন্থে পাওয়া যায়?

(d) ঋগ্বেদ             (b) যজুর্বেদ             (c) উপনিষদ             (d) ভগবদ্গীতা



37. ন্যায় দর্শন প্রচারিত হয়েছিল-

(a) চার্বাক         (b) গৌতম         (c) কপিল         (d) জৈমিনী


38. প্রাচীন ভারতে তারা 'নিশকা' নামে পরিচিত ছিল।

(a) সোনার গহনা         (b) গরু         (c) তামার মুদ্রা         (d) রৌপ্য মুদ্রা


39. যোগ দর্শনের ব্যাখ্যাকারী হল-

(a) পতঞ্জলি         (b) গৌতম         (c) জৈমিনী         (d) শঙ্করাচার্য


40. উপনিষদ বই হল-

(a) ধর্মের উপর         (b) যোগের উপর         (c) আইনের উপর         (d) দর্শনের উপর


41.প্রাথমিক বৈদিক সাহিত্যে সর্বাধিক উল্লেখিত নদী হল-

(a) সিন্ধু         (b) শতদ্রিত         (c) সরস্বতী         (d) গঙ্গা


43. উপনিষদ যুগের রাজা অশ্বপতি শাসক ছিলেন-

(a) কাশী         (b) কেকয়         (c) পাঞ্চাল         (d) বিদেহ


44. আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে নচিকেতা ও যমের কথোপকথন কোন উপনিষদে পাওয়া যায়?

(a) বৃহদারণ্যক উপনিষদে             (b) চান্দোগ্য উপনিষদে         (c) কথোপনিষদে             (d) কেন উপনিষদে



45. বৈদিক নদী কুভা (কাবুল) এর স্থান কোথায় নির্ধারণ করা উচিত?

(a) আফগানিস্তান         (b) চীনা তুর্কিস্তান         (c) কাশ্মীর         (d) পাঞ্জাব



46. ​​কপিল মুনি দ্বারা উত্থাপিত দার্শনিক পদ্ধতি হল-

(a) পূর্ব-মীমাংসা         (b) সাংখ্য দর্শন         (c) ন্যায় দর্শন         (d) উত্তর-মীমাংসা



47. ভারতের কোন স্থানে খননের ফলে লোহা ধাতুর চর্চার প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে?

(a) তক্ষশীলা         (b) আতরঞ্জিখেদা         (c) কৌশাম্বী         (d) হস্তিনাপুর

,  

48. ঋগ্বেদের উপর ভিত্তি করে নিচের কার সংকলন?

(a) যজুর্বেদ         (b) সামবেদ         (c) অথর্ববেদ         (d) এর কোনোটিই নয়



49. নিচের মধ্যে কে 'প্রস্থানত্রয়ী'-এর অন্তর্ভুক্ত নয়?

(a) ভাগবত         (b) ভগবদ্গীতা         (c) ব্রহ্ম সূত্র         (d) উপনিষদ


, বরুণ,

50. কর্মের নীতির সাথে সম্পর্কিত-

(a) ন্যায় থেকে         (b) মীমাংসা থেকে         (c) বেদান্ত থেকে         (d) বৈশেষিক থেকে


52. 'চরক সংহিতা' নামক গ্রন্থটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

(a) অর্থনীতি (b) রাজনীতি (c) চিকিৎসা (d) ধর্ম



53. যজ্ঞ সংক্রান্ত আচার-অনুষ্ঠান প্রকাশ পায় -

(a) ঋগ্বেদ থেকে (b) সামবেদ থেকে (c) ব্রাহ্মণ গ্রন্থ থেকে (d) যজুর্বেদ থেকে




 54। বৈদিক যুগের 'সভা'-

(A) এটি ছিল গ্রামের পেশাজীবীদের সংগঠন।

(b) একটি রাজদরবার ছিল

(C) মন্ত্রী পরিষদ ছিল

(d) রাজ্যের সকল মানুষের একটি জাতীয় সমাবেশ ছিল



55. বৈদিক যুগে প্রচলিত জনপ্রিয় শাসন ব্যবস্থা ছিল-

(a) স্বৈরাচার (b) গণতন্ত্র (c) প্রজাতন্ত্র (d) বংশগত রাজতন্ত্র


56. প্রাচীনতম বেদ কোনটি?

(a) ঋগ্বেদ (b) যজুর্বেদ (c) সামবেদ (d) অথর্ববেদ



57. নিচের কোনটি ভারতীয় দর্শনের প্রাথমিক আদর্শ?

(a) সাংখ্য (b) বৈশেষিক (c) মীমাংসা (d) যোগ



58. সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত - এই ছয়টি ভিন্ন ভারতীয় দর্শন স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছিল-

(a) বৈদিক যুগ (b) গুপ্ত যুগ (c) কুষাণ যুগ (d) মৌর্য যুগ



59. নিচের কোন কারুশিল্প আর্যদের দ্বারা অনুশীলন করা হয়নি?

(a) মৃৎশিল্প (b) গহনা (c) ছুতার (d) কামার


60. ঋগ্বেদের কোন ছয়টি বিভাগকে 'বংশ মণ্ডল' বলা হয়? 'গোত্র মণ্ডল' কাকে বলে?

(a) ২য় বিভাগ থেকে ৭ম বিভাগ পর্যন্ত

(b) ১ম বিভাগ থেকে ৬ষ্ঠ বিভাগ

(c) 3য় বিভাগ থেকে 8ম বিভাগ পর্যন্ত

(d) 4র্থ বিভাগ থেকে 9ম বিভাগ পর্যন্ত



61. কোন বেদে যাদুমন্ত্র এবং মন্ত্রের বর্ণনা আছে?

(a) ঋগ্বেদ

(খ) যজুর্বেদ

(গ) সামবেদ

(d) অথর্ববেদ



62. 'আর্য' শব্দটি নির্দেশ করে--

(a) জাতিগোষ্ঠী (b) যাযাবর মানুষ (c) ভাষা গোষ্ঠী (d) অভিজাত বংশ



63. ঋগ্বেদে কয়টি মন্ডল আছে?

(a)7 (b) 8 (c) 9 (d) 10


64. আর্যরা সম্ভবত ভারতে এসেছিল-

(a) ইউরোপ থেকে (b) মধ্য এশিয়া থেকে (c) পূর্ব এশিয়া থেকে (d) অন্যান্য অঞ্চল থেকে

65. কোন বেদ আংশিকভাবে গদ্য আকারে রচিত?

(a) ঋগ্বেদ (b) যজুর্বেদ (c) সামবেদ (d) অথর্ববেদ



66. কোন বেদে 'সভা ও সমিতি প্রজাপতির দুই কন্যা ছিল' উল্লেখ পাওয়া যায়?

(a) ঋগ্বেদে (b) যজুর্বেদে (c) সামবেদে (d) অথর্ববেদে



67. ঋগ্বেদ যুগের প্রাচীনতম প্রতিষ্ঠান কোনটি?

(a) সমাবেশ (b) কমিটি (c) সহ (d) কাউন্সিল





68. ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি?

(a) ঐতরেয় ব্রাহ্মণ (b) শতপথ ব্রাহ্মণ (c) গোপথ ব্রাহ্মণ (d) পঞ্চবিশ ব্রাহ্মণ



69. 'গোত্র' প্রথা কবে থেকে প্রচলিত হয়?

(a) ঋগবৈদিক যুগে (b) বৈদিক-পরবর্তী যুগে (c) মহাকাব্য যুগে (d) সূত্র যুগে


70. অনুলোম বিভা-এর অর্থ-

(A) নিম্ন বর্ণের মহিলার সাথে উচ্চ বর্ণের পুরুষের বিবাহ

(খ) উচ্চ বর্ণের মহিলার সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ

(গ) উচ্চ বর্ণের পুরুষের সাথে উচ্চ বর্ণের মহিলার বিবাহ

(d) একজন নিম্ন বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের মহিলার বিবাহ


,

71. প্রতিলোমা বিবাহ তখন বিবেচনা করা হত-

(ক) যখন উচ্চ বর্ণের একজন পুরুষ নিম্নবর্ণের একজন মহিলাকে বিয়ে করেন

(b) যখন একজন উচ্চ বর্ণের একজন নারী নিম্নবর্ণের একজন পুরুষকে বিয়ে করেন

(গ) যখন একজন উচ্চ বর্ণের একজন পুরুষ উচ্চ বর্ণের একজন মহিলাকে বিয়ে করেন

(d) যখন নিম্নবর্ণের একজন পুরুষ নিম্নবর্ণের একজন মহিলাকে বিয়ে করেন।



72. বৈদিক যুগে 'যব' বলা হত-


(a) গম (b) যব (c) চাল (d) এর কোনোটিই নয়



73 'বৃহি' শব্দটি কীসের জন্য ব্যবহৃত হয়েছে?

(a) চাল (b) গম (c) যব (d) তুলা



74. 'অথর্ব' এর অর্থ

(a) পবিত্র যাদু (b) যজ্ঞ (c) প্রশংসা (d) দর্শন


,


75. প্রাচীনতম ব্যাকরণ 'অষ্টাধ্যায়ী'-এর রচয়িতা হলেন-

(a) গৌতম (b) কপিল (c) পতঞ্জলি (d) পাণিনি



76. নিচের স্মৃতিগুলির মধ্যে কোনটি প্রাচীনতম?

(a) মনু স্মৃতি (b) যাজ্ঞবল্ক্য স্মৃতি (c) নারদ স্মৃতি (d) পরাশর স্মৃতি




77. 'আদি কাব্য' কাকে বলে?

(a) রামায়ণ (b) মহাভারত (c) গীতা (d) ভাগবত পুরাণ



78. প্রাচীনতম পুরাণ হল-

(a) মৎস্য পুরাণ (b) ভাগবত পুরাণ (c) বিষ্ণু পুরাণ (d) বায়ু পুরাণ


79. ঋগ্বেদের সবচেয়ে পবিত্র নদী কোনটি?

(a) সিন্ধু (b) সরস্বতী (c) পারুষ্ণি (d) শত্রুদ্রি



80. বৈদিক সমাজের মৌলিক একক ছিল-

(a) গোষ্ঠী (b) গ্রাম (c) গ্রাম (d) মানুষ



81. ঋগ্বেদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাকে চিহ্নিত করুন, যার প্রশংসায় 250টি স্তোত্র রচিত হয়েছিল-

(a) ইন্দ্র (b) অগ্নি (c) বরুণ (d) সূর্য



82. কোন বেদে সমাবেশকে 'নারীষ্ট' অর্থাৎ যৌথ বিতর্ক বা অলঙ্ঘনীয় বলা হয়েছে?

(a) ঋগ্বেদ (b) যজুর্বেদ (c) সামবেদ (d) অথর্ববেদ


83. কোন রচনায় সূরা ও পানসা সহ তিনটি প্রধান মন্দের মধ্যে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে?

(a) মৈত্রায়ণী সংহিতা (b) জাবাল উপনিষদ (c) শতপথ ব্রাহ্মণ (d) চাঁদোগ্য উপনিষদ



84. পরবর্তী বৈদিক যুগে কোন দেবতার সর্বোচ্চ অবস্থান ছিল?

(a) প্রজাপতি (b) ইন্দ্র (c) বিষ্ণু (d) রুদ্র


85. মোট আচার সংখ্যা কত?

(a) 14 (b) 15 (c) 16 (d) 18


,


86. তিনটি ঋণ অন্তর্ভুক্ত নয়-

(a) ঈশ্বরের ঋণ (b) পিতার ঋণ (c) ঋষির ঋণ (d) মায়ের ঋণ

87. ঋগবৈদিক যুগের সাথে সম্পর্কিত মৃৎশিল্পের সংস্কৃতি হল-

(a) ওচার মৃৎশিল্প (OCP) সংস্কৃতি

(b) পেইন্টেড গ্রে ওয়্যার (PGW) সংস্কৃতি

(c) a এবং b উভয়ই

(d) এর কোনটিই নয়





88. পরবর্তী বৈদিক যুগের সাথে সম্পর্কিত মৃৎশিল্পের সংস্কৃতি হল-

(a) ওচার মৃৎশিল্প (OCP) সংস্কৃতি

(b) পেইন্টেড গ্রে ওয়্যার (PGW) সংস্কৃতি

(c) a এবং b উভয়ই

(d) এর কোনটিই নয়



89. হরিয়ানা রাজ্যের কোন জায়গায় পেইন্টেড গ্রে ওয়ার (PGW) সাইটটি সাম্প্রতিক খননের মাধ্যমে প্রকাশ পেয়েছে?

(a) আলমগীরপুর (b) ভগবানপুর (c) হস্তিনাপুর (d) কুরুক্ষেত্র



90. কোন 'বিবাহ সূক্ত'-এ প্রাচীনতম বিবাহ অনুষ্ঠানের বর্ণনা পাওয়া যায়?

(a) ঋগ্বেদ (b) যজুর্বেদ (c) সামবেদ (d) গৃহসূত্র



91. ঋগ্বেদে 'অঘন্য' (হত্যার যোগ্য নয়) শব্দটি কাদের জন্য ব্যবহৃত হয়েছে?

(a) ব্রাহ্মণ (b) গরু (c) নারী (d) পুরোহিত



92. রীত (প্রাকৃতিক ভারসাম্য) প্রতিষ্ঠার কারণে কোন বৈদিক দেবতাকে 'ঋতস্য গোপ' বলা হয়েছে?

(a) ইন্দ্র (b) বরুণ (c) সূর্য (d) বিষ্ণু


93. নিচের কোনটি মূলত 'জল বা সমুদ্রের দেবতা' ছিল?

 (a) ইন্দ্র (b) নাসাত্য/আশ্বিন (c) বরুণ (d) মিত্র


,


94. তিন জগতকে তিন ধাপে (পদক্ষেপ) পরিমাপ করার কারণে 'উপক্রম' কাকে বলা হয়?

(a) সূর্য (b) সাবিত্রী (c) মিত্র (d) বিষ্ণু

খেলাপি


95. 'মনুস্মৃতি' মূলত এর সাথে সম্পর্কিত-

(a) সমাজ ব্যবস্থা থেকে (b) আইন থেকে (c) রাষ্ট্রের কার্যকারিতা থেকে (d) অর্থনীতি থেকে



96. গায়ত্রী মন্ত্র কে রচনা করেন?

(a) বশিষ্ঠ (b) বিশ্বামিত্র (c) ইন্দ্র (d) পরীক্ষিত



97. 'আবেস্তা' এবং 'ঋগ্বেদের' মধ্যে সাদৃশ্য রয়েছে। 'আবেস্তা' কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?

(a) ভারত থেকে (b) ইরান থেকে (c) ইসরায়েল থেকে (d) মিশর থেকে



98. নিচের কোনটি ঋগ্বেদিক আর্যদের একটি সাধারণ বৈশিষ্ট্য নয়?

(a) তারা ঘোড়া, রথ এবং ব্রোঞ্জের ব্যবহার সম্পর্কে পরিচিত ছিল

(b) তারা লোহার ব্যবহারের সাথে পরিচিত ছিল

(c) তারা গরুর সাথে পরিচিত ছিল, যা ছিল সম্পত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ।

(d) তারা তামা ও আধুনিক লাঙলের ব্যবহার সম্পর্কে পরিচিত ছিল।


99. ঋগ্বেদে নিচের কোন নদীর উল্লেখ আছে যা আফগানিস্তানের সাথে আর্যদের সম্পর্কের ইঙ্গিত দেয়?

(a) আস্কিনি (b) পারুষ্ণি (c) কুভা, ক্রমু (d) বিপাশ, শতদ্রী



100. কে আর্যদের আর্কটিক হোম তত্ত্বের পক্ষে ছিলেন?

(a) পারজিতর (b) এসি দাস (c) বি. জি তিলক (ঘ) জ্যাকবি


101. ঋগ্বেদে ----সুক্ত আছে।

(a) 1017 (b) 1020 (c) 1028 (d) 1128


102. প্রাক-বৈদিক আর্যদের ধর্ম ছিল প্রধানত----

(a) ভক্তি (b) মূর্তি পূজা ও যজ্ঞ (c) প্রকৃতি পূজা ও যজ্ঞ (d) প্রকৃতি-পূজা ও ভক্তি



103. পতঞ্জলি কে ছিলেন?

(ক) যোগাচার সম্প্রদায়ের একজন দার্শনিক

(b) আয়ুর্বেদের উপর একটি বইয়ের লেখক

(c) মধ্যমিকা সম্প্রদায়ের একজন দার্শনিক

(d) পাণিনির সংস্কৃত ব্যাকরণের একজন ভাষ্যকার ('অষ্টাধ্যায়ী)




104. ঋষি ভে, রাজা বিদ্যা মাধবের সাথে সম্পর্কিত, শতপথ ব্রাহ্মণের সাথে সম্পর্কিত।

(a) ঋষি ভরদ্বাজ (b) ঋষি বশিষ্ঠ (c) ঋষি বিশ্বামিত্র (d) ঋষি গৌতম রাহুগনা


Comments

Popular posts from this blog

BOATS AND STREAM 30+ problem important

TIME AND DISTANCE full details in bengali

Society Of The Snow movies story in hindi Download link