রোহিতের উপর ভরসা হারালো BCCI

রোহিতের উপর ভরসা হারালো BCCI, পাকিস্তানের বিরুদ্ধে এই প্লেয়ার দেবেন টিম ইন্ডিয়ার নেতৃত্ব !!


আগামীকাল ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দল (IND vs PAK) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে মুখোমুখি হতে চলেছে। ভারতীয় দল ইতিমধ্যেই আয়ারল্যান্ডকে পরাস্ত করে 'A' গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া।

ভারতীয় দল তাদের শেষ ম্যাচটি জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দল চলতি বিশ্বকাপের মরশুমে হয়েছে একেবারে ফ্লপ।

হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে পাকিস্তানকে। USA'র কাছে পরাজিত হওয়ার পর অনেকটাই আত্মবিশ্বাস হ্রাস পেয়েছে আমেরিকার।

চোট পেয়েছেন রোহিত শর্মা
মেগা ম্যাচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত (Rohit Sharma) শর্মাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। মূলত আয়ারল্যান্ড'এর বিরুদ্ধে ব্যাটিং করার সময়ই চোট পেয়েছিলেন রোহিত এবং তাকে ফিরে যেতেও দেখা গিয়েছিল। যদিও প্রথম ম্যাচ জেতার পর ক্যাপ্টেন রোহিত জানিয়ে দিয়েছিলেন তিনি সুস্থ রয়েছেন।

আবার শুক্রবার অনুশীলন করতে গিয়ে রোহিত তার আঙুলে চোট পেয়েছিলেন এবং শোনা গিয়েছিল যে তিনি যন্ত্রনায় কাতরাতে কাতরাতে নেট ছেড়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি আবার হালকা চিকিৎসা নিয়েই নেটে ফিরে আসেন। রোহিত বেশ ভালো আছেই বলে জানা গিয়েছিল 

এরই মধ্যে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রমুখ পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ভারতীয় দলের ক্যাপ্টেনসি করতে দেখা যাবে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। আসলে সমাজ মাধ্যমে বুমরাহ পত্নী সঞ্জনা গণেশন (Sanjana Ganesan) পোস্ট করে লিখলেন কেন, "কান্ট ওয়েট ফর জশপ্রীত টু ডু দ্য টস।"



Comments

Popular posts from this blog

BOATS AND STREAM 30+ problem important

Number System math problem

Simple Interest বা সরল সুদ