. গুপ্ত পরবর্তী কাল/বর্ধন রাজবংশ (647 খ্রিস্টাব্দ পর্যন্ত) . Post-Gupta Period/Vardhana Dynasty (up to 647 AD)

 গুপ্ত পরবর্তী কাল/বর্ধন রাজবংশ (647 খ্রিস্টাব্দ পর্যন্ত)


1. থানেশ্বরে বর্ধন রাজবংশ/পুষ্যভূতি রাজবংশ কে প্রতিষ্ঠা করেন?

(a) রাজ্যবর্ধন

(b) আদিত্যবর্ধন

(c) পুষ্যভূতিবর্ধন  (ANS)

(d) নরবর্ধন


2.কদম্ব রাজ্য ময়ূরশর্মণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি তার রাজধানী করেছেন-

(a) বাংলায়

(b) বৈজয়ন্তী বা বনবাসী (ANS)

(c) কনৌজে

(d) এর কোনোটিই নয়


5. নিচের মধ্যে শেষ বৌদ্ধ রাজা কে ছিলেন যিনি সংস্কৃতের একজন মহান পণ্ডিত ছিলেন আর লেখক ছিলেন?

(a) কনিষ্ক

(b) বিম্বিসার

(c) অশোক

(d) হর্ষবর্ধন (ANS)



6. 'হর্ষচরিত' কার লেখা?

(a) কালিদাস 

(b) বানভট্ট (ANS)

(c) বাল্মীকি

(d) ব্যাস



, হর্ষবর্ধনের সময় কোন চীনা তীর্থযাত্রী ভারতে এসেছিলেন?

(a) ফা-হিয়েন

(b) হেস্তিং 

(c) মেগাস্থিনিস 

(d) হিউয়েন সাং (ANS)



(8) চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন কে পরাজিত করেন?

(a) মহেন্দ্রবর্মণ।

(b) পরমেশ্বরবর্মণ ১ (ANS)

(c) নরসিংহবর্মণ প্রথম

(d) পরন্তক


কোন ব্যক্তিকে 'দ্বিতীয় অশোক' বলা হয়?

(a) সমুদ্রগুপ্ত

(b) চন্দ্রগুপ্ত মৌর্য 

(c) স্কন্দগুপ্ত

(d) হর্ষবর্ধন (ANS)


 

10. বানভট্ট কোন সম্রাটের রাজসভার কবি ছিলেন?

(a) বিক্রমাদিত্য

(b) কুমারগুপ্ত

(c) হর্ষ বর্ধন (ANS)

(d) কনিষ্ক


হর্ষ এবং দ্বিতীয় পুলকেশিনের মধ্যে সংঘর্ষের তথ্য আমরা কোথায় পাই?

(a) আইহোল শিলালিপি (ANS)

(b) হাতিগুম্ফা শিলালিপি

(c) বাঁশখেদা প্রবন্ধ

(d) হিউয়েন সাং-এর বর্ণনা থেকে


(12) 'প্রতাপশীল', 'হুন হরিণ কেশরী', 'মহারাজাধিরাজ' প্রভৃতি উপাধিগুলি নিম্নলিখিতগুলির মধ্যে রয়েছে।

তারা কার থেকে ছিল?

(a) নরবর্ধন 

(b) প্রভাকরবর্ধন (ANS)

(c) আদিত্যবর্ধন 

(d) রাজ্যবর্ধন


13. সম্রাট হর্ষ থানেশ্বর থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করেন?

(a) প্রয়াগ

(b) দিল্লি 

(c) কনৌজ (ANS)

(d) রাজগৃহ


14. 'সকালোত্তরপথনাথ' কাকে বলা হয়েছে?

(a) কনিষ্ক 

(b) হর্ষবর্ধন (ANS)

(c) প্রভাকরবর্ধন 

(d) রাজ্যবর্ধন


15. হিউয়েন সাং কাকে 'শিলাদিত্য' বলেছেন?

(a) চন্দ্রগুপ্ত মৌর্য 

(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(c) অশোক

(d) হর্ষবর্ধন (ANS)


(16. গুপ্ত রাজবংশের পতনের পর কে উত্তর ভারতের একটি বড় অংশকে পুনর্গঠন করেছিলেন?

(a) চালুক্য

(b) রাজপুত

(c) হর্ষবর্ধন  (ANS)

(d) শক


17. বাংলার কোন শাসক হর্ষের সমসাময়িক ছিলেন?

(a) শশাঙ্ক (ANS)

(b) ধ্রুবসেন

(c) দ্বিতীয় পুলকেশিন 

(d) ভাস্করবর্মা



18. চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশিন কোন নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন?

(a) মহানদী  (ANS)

(b) তাপ্তি

(c) নর্মদা 

(d) গোদাবরীর



19. হর্ষের রাজত্বকালে উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কোনটি ছিল?

(a) পাটলিপুত্র

(b) উজ্জয়িন

(c) কনৌজ (ANS)

(d) থানেশ্বর



20. হর্ষের জীবনী কার লেখা?

(a) ফেরদৌসী

(b) বানভট্ট (ANS)

(c) বরাহমিহির

(d) এর কোনোটিই নয়


21. হর্ষবর্ধন তার ধর্মীয় সভা কোথায় করতেন?

(a) মথুরা

(b) প্রয়াগ (ANS)

(c) বারাণসী 

(d) পেশোয়ার


22. বর্ধন রাজবংশের রাজধানী থানেশ্বর কোন রাজ্যে অবস্থিত?

(a) উত্তর প্রদেশ 

(b) হরিয়ানা  (ANS)

(c) মধ্যপ্রদেশ 

(d) বিহার


23. হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী কার সাথে বিয়ে করেছিলেন?

(a) শকের শাসক রুদ্রদামনের কাছ থেকে

(b) ভাকাটক রাজা বিন্ধ্যশক্তি

(c) মৌখরি রাজা গ্রহবর্মার কাছ থেকে (ANS)

(d) মৈত্রক নরেশ ভাটার্ক


24. হর্ষবর্ধনের বড় ভাই দ্বিতীয় রাজ্যবর্ধন কে হত্যা করেছিল?

(a) মালওয়ার রাজা দেবগুপ্ত

(b) মৈত্রক নরেশ ভাটার্ক

(c) গৌড় নরেশ শশাঙ্ক  (ANS)

(d) এর কোনোটিই নয়


25. হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে কোন উপলক্ষ্যে হর্ষ সংবত প্রতিষ্ঠা করেন?

(a) তাঁর রাজ্যাভিষেক উপলক্ষে (ANS)

(b) কনৌজ দখলের সময়

(c) সিন্ধুর বিজয় স্মরণে

(d) পূর্ব ভারতের বিজয় স্মরণে


26. বর্ধন রাজবংশের রাজধানী থানেশ্বর থেকে কনৌজে কে স্থানান্তর করেন?

(a) হর্ষবর্ধন (ANS)

(b) আদিত্য বর্ধন 

(c) রাজ্যবর্ধন প্রথম 

(d) রাজ্যবর্ধন দ্বিতীয়


27. কনৌজ কোন রাজ্যে অবস্থিত?

(a) উত্তরপ্রদেশ  (ANS)

(b) মধ্যপ্রদেশ

(c) হরিয়ানা 

(d) পাঞ্জাব



28.1 হিউয়েন সাং-এর ভারত সফরের সময়, সুতি কাপড় উৎপাদনের জন্য সবকিছু বিখ্যাত শহর ছিল-

(a) বারাণসী

(b) মথুরা  (ANS)

(c) পাটলিপুত্র 

(d) কাঞ্চি


29. কবি বানভট্ট এখানকার বাসিন্দা ছিলেন-

(a) পাটলিপুত্র

(b) থানেশ্বরের   (ANS)

(c) ভোজপুরের

(d) এগুলোর কোনোটিই




30. 'নাগানন্দ'-এর স্রষ্টা কে?

(a) বানভট্ট

(b) হর্ষবর্ধন  (ANS)

(c) ভবভূতি

(d) ভাস


31. সম্রাট হর্ষবর্ধন দুটি মহান ধর্মীয় সম্মেলনের আয়োজন করেছিলেন-

(a) কনৌজ ও প্রয়াগে  (ANS)

(b) প্রয়াগ ও থানেশ্বরে

(c) থানেশ্বর এবং বল্লভী

(d) বল্লভী ও প্রয়াগে


32. 'নাগানন্দ', 'রত্নাবলী' এবং 'প্রিয়দর্শিকা' নাটকের নাট্যকার ছিলেন-

(a) বানভট্ট 

(b) বিশাখদুত্ত 

(c) বাৎস্যায়ন

(d) হর্ষবর্ধন (ANS)


33. কোন শাসক গুর্জরদের পরাজিত করেছিলেন?

(a) প্রভাকরবর্ধন 

(b) রাজ্যবর্ধন 

(c) হর্ষবর্ধন (ANS)

(d) শশাঙ্ক



34. ​​নিম্নলিখিতগুলির মধ্যে কে হর্ষবর্ধনের আদালতের সাথে যুক্ত ছিলেন না?

(a) বানভট্ট 

(b) কালিদাস (ANS)

(c) ভর্ত্রীহরি 

(d) ময়ূর




35. হর্ষবর্ধনের বিজয়ী জীবনে একমাত্র পরাজিত দ্বিতীয় পুলকেশিন কোথায় শাসক ছিলেন?

(a) ভাতাপি/বাদামী  (ANS)

(b) কল্যাণী

(c) ভেঙ্গি

(d) থাঞ্জাভুর


36. হর্ষবর্ধন তার কন্যাকে বল্লভী রাজার সাথে বিয়ে করেছিলেন, যিনি তারই একজন ছিলেন এটি একটি মহান কূটনৈতিক অর্জন ছিল। বল্লভী রাজার নাম ছিল-


(a) ধ্রুবসেন-II (ANS)

(b) শশাঙ্ক

(c) দেবগুপ্ত

(d) গ্রহবর্মা


37. 641 খ্রিস্টাব্দে চীনের রাজা তাই-সুং-এর কাছে কে একজন দূত পাঠান?

(a) রাজ্যবর্ধন 

(b) আদিত্যবর্ধন 

(c) প্রভাকরবর্ধন 

(d) হর্ষবর্ধন (ANS)



38. কোন চীনা পর্যটককে 'বর্তমান শাক্য ঋষি' এবং 'ভ্রমণকারীদের মধ্যে রাজপুত্র' বলা হত?

যায়?

(a) ফা-হিয়েন

(b) হিউয়েন সাং  (ANS)

(c) ইটসিং 

(d) এর কোনটি নয়


39. হিউয়েন সাং আনুমানিক কত বছর ভারতে অবস্থান করেছিলেন?

(a) 12

(b) 13

(c) 14 (ANS)

(d) 20

40 . হর্ষবর্ধন কোথায় হিউন সাং-এর সম্মানে এবং মহাযান ধর্মের প্রচারের জন্য একটি বিশাল সমাবেশ করেছিলেন ৬৪৩ খ্রিস্টাব্দে সংগঠিত হয়?

(a) কনৌজ (ANS)

(b) থানেশ্বর

(c) প্রয়াগ

(d) উজ্জয়িন

41. কুম্ভ মেলা শুরু করার কৃতিত্ব কাকে দেওয়া হয়?

(a) অশোক

(b) হর্ষ বর্ধন (ANS)

(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(d) এর কোনোটিই নয়


42. নর্মদা নদীর উপর সম্রাট হর্ষের দক্ষিণ অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল-

(a) পুলকেশিন-১

(b) বিক্রমাদিত্য-১

(c) পুলকেশিন-২  (ANS)

(d) বিক্রমাদিত্য-II 


43. নিচের মধ্যে কে 100 গ্রাম আয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে দান করে দিয়েছে?

(a) চন্দ্রগুপ্ত মৌর্য 

(b) চন্দ্রগুপ্ত প্রথম

(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(d) হর্ষবর্ধন (ANS)



44. কার উক্তি - 'ভারতীয় মানুষ গরম মেজাজ, তারা সহজেই রেগে যায়' কিন্তু তারা সৎ। ভারতীয়রা পরিচ্ছন্নতা প্রেমী। ,

(a) মেগাস্থিনিস 

(b) ফা হিয়েন  

(c) হেন্সাং (ANS)

(d) এর কোনোটিই নয়


45.^ 'অগ্রহ' এর অর্থ ছিল-

(a) করমুক্ত ভূমি অনুদান ব্রাহ্মণদের প্রদত্ত(ANS)

(b) ধর্মনিরপেক্ষ কর্তৃপক্ষকে দেওয়া জমি অনুদান

(c) সামরিক অফিসারদের দেওয়া জমি অনুদান

(d) এর কোনোটিই নয়


46. 'ঘটি যন্ত্র' / 'তুলা যন্ত্র' ব্যবহৃত হত-

(a) ক্ষেত চাষের জন্য

(গ) পরিমাপের সময়

(d) Itsing


47. দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে ইরিপট্টির অর্থ ছিল-

(a) জলাধারের জমি (ANS)

(b) বন্য জমি

(c) চারণভূমি

(d) এর কোনোটিই নয়


48.) হর্ষের আমলে ভূমি রাজস্বের পরিমাণ ছিল-

(a) 1/10 থেকে 1/16

(b) 1/6 থেকে 1/10 (ANS)

(c) 1/4 থেকে 1/6

(d) 1/3 থেকে 1/4


49. মৌখারি শাসকদের রাজধানী----------  ছিল।

(a) থানেশ্বর

(b) পুরুষপুর

(c) কনৌজ(ANS)

(d) এর কোনোটিই নয়


50. 'সি-উ-কি' নামের ভ্রমণকাহিনীটি নিচের কোনটি সংযুক্ত?

(a) ফা-হিয়েন (b) আলবেরুনী

(c) মেগাস্থিনিস  (d) হেন-সাং(ANS)।


Comments

Popular posts from this blog

BOATS AND STREAM 30+ problem important

Number System math problem

Simple Interest বা সরল সুদ