পূর্ব মধ্যকাল (650y- 1206y)
পূর্ব মধ্যকাল (650y- 1206y)
1. উত্তর ভারত (রাজপুত কাল )
1. প্রাথমিক মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে, 750 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের সময়কালকে প্রধানত বিবেচনা করা হয় (উত্তর ভারতের প্রেক্ষাপটে) -
(a) ক্রান্তিকাল
(b) রাজপুত যুগ (ANS)
(c) ভারতে তুর্কি আক্রমণের সময়কাল
(d) উপরের সবগুলো
গুপ্ত বংশ (319BC-540BC) Gupta Empire GK
2. 712 খ্রিস্টাব্দে আরব আক্রমণের সময় সিন্ধুর শাসক কে ছিলেন?
(a) দাহিরিয়াহ
(b) দাহির (ANS)
(c) চাচ
(d) রায় সহসি
3. ভারতে প্রথম 'জিজিয়া কর' আরোপের কৃতিত্ব দেওয়া হয় সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাসিমকে। কোন শ্রেণীকে তিনি এই কর থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন?
(a) মুসলমান
(b) ব্রাহ্মণ (ANS)
(c) বৌদ্ধ
(d) নিম্নবর্ণের মানুষ
4. কোন গ্রন্থের উল্লেখের ভিত্তিতে মনে করা হয় যে, মালেকদের অত্যাচারে বিচলিত হয়ে মহর্ষি বশিষ্ঠ অত্যাচারী শাসকদের ধ্বংস করতে এবং যজ্ঞের আগুন থেকে উদ্ধারের জন্য আবু পর্বতে একটি যজ্ঞ করেছিলেন, 4 রাজপুত গোষ্ঠী - পরমার , চৌলুক্য/সোলাঙ্কি, প্রতিহার ও চৌহান—জন্ম হয়েছিল?
(a) মনুস্মৃতি
(b) রামায়ণ
(c) পৃথ্বীরাজ রাসো (ANS)
(d) রাজতরঙ্গিনী
5. 'ধিল্লিকা' (দিল্লি) শহর প্রতিষ্ঠিত হয়েছিল-
(a) চৌহানস
(b) তমার (ANS)
(c) পারমার
(d) প্রতিহারস
6. বিজয় স্তম্ভ নির্মাণকারী শাসকের নাম কি?
(a) রানা কুম্ভ (ANS)
(b) রানা সাঙ্গা
(c) রানা রতন সিং
(d) রানা হামির
7. নিচের মধ্যে কে প্রথম ভারত আক্রমণ করেছিলেন?
(a) আফগান
(b) মঙ্গোল
(c) আরব (ANS)
(d) তুর্কি
8. 'পৃথ্বীরাজ রাসো'- নিচের মধ্যে কে লিখেছেন?
(a) ভবভূতি
(b) জয়দেব
(c) চাঁদবরদাই (ANS)
(d) বানভট্ট
9 . 1100 খ্রিস্টাব্দে নির্মিত একটি মন্দির যা ভুবনেশ্বরের অন্যান্য মন্দিরের উপর আধিপত্য বিস্তার করে।
(a) রাজা রানীর মন্দির
(b) কান্দারিয়া মহাদেব
(c) ত্রিভুবনেশ্বর লিঙ্গরাজ (ANS)
(d) মুক্তেশ্বর
10 . দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত?
(a) শ্রাবণবেলগোলা
(b) পরশনাথ পর্বত
(c) ইন্দোর
(d) মাউন্ট আবু (ANS)
11. খাজুরাহোতে মন্দির কে নির্মাণ করেন?
(a) হোলকার
(b) সিন্ধিয়া
(c) বুন্দেলা রাজপুত
(d) চন্দেল রাজপুত (ANS)
12. লিঙ্গরাজ মন্দিরের ভিত্তি স্থাপন করেন-
(a) যয়াতি কেশরী (ANS)
(b) লালতেন্দু কেশরী
(c) নরসিংহদেব
(d) প্রতাপ রুদ্রদেব
13. 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরে মাহমুদ গজনভির আক্রমণের সময় গুজরাটের শাসক কে ছিলেন?
(a) ভীমদেব 1 (ANS)
(b) ভীমদেব দ্বিতীয়
(c) মুলরাজ 1
(d) মুলরাজ 1
14. হিন্দু আইন বিষয়ক গ্রন্থ 'মিতাক্ষরা' কে লিখেছেন?
(a) নয়াচন্দ্র
(b) আমোঘবর্ষ
(c) বিজ্ঞানেশ্বর (ANS)
(d) কানবন
15. কালো প্যাগোডা হল-
(a) মিশরে
(b) শ্রীলঙ্কায়
(c) কোনার্ক (ANS)
(d) মাদুরাইতে
16. . 'হরিকেলি' নাটকের রচয়িতা হলেন-
(a) চৌহান শাসক বিগ্রহরাজা চতুর্থ (বিশালদেব) (ANS)
(b) পারমার শাসক ভোজ
(c) প্রতিহারের শাসক ভোজ
(d) এর কোনোটিই নয়
17. . আধাই দিন কা ঝোপরা মসজিদের দেয়ালে কোন নাটকের কিছু অংশ খোদাই করা আছে?
(a) হরিকেলি (ANS)
(b) মালতী মাধব
(c) নাগানন্দ
(d) এর কোনোটিই নয়
18.. আলাউদ্দিন খলজির চিতোর জয়ের সাথে রানী পদ্মিনীর নাম যুক্ত হয়েছে-
(a) মহারানা প্রতাপ সিং
(b) রঞ্জিত সিং
(c) রাজা মান সিং
(d) রানা রতন সিং (ANS)
19. বিক্রমশীলা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতার নাম হল-
(a) দেবপাল
(b) ধরমপাল (ANS)
(c) নয়পাল
(d) নরেন্দ্রপাল
20. নিচের কোন মন্দির কমপ্লেক্সে একটি বিশাল নন্দী মূর্তি রয়েছে, যেটিকে ভারতের বৃহত্তম নন্দী মূর্তি বলে মনে করা হয়?
(a) বৃহদীশ্বর মন্দির
(b) লিঙ্গরাজ মন্দির
(c) কান্দারিয়া মহাদেব মন্দির (ANS)
(d) লেপাক্ষী মন্দির
21. নিম্নলিখিতগুলির মধ্যে কার একটি নতুন যুগ শুরু করার খ্যাতি রয়েছে?
(a) ধরমপাল
(b) দেবপাল
(c) বিজয়সেন
(d) লক্ষ্মণ সেন (ANS)
22. 'গীত গোবিন্দ' রচয়িতা জয়দেব কার সমাবেশ সাজিয়েছিলেন?
(a) ধরমপাল
(b) দেবপাল
(c) বিজয়সেন
(d) লক্ষ্মণ সেন (ANS)
23. সোমপুর মহাবিহার কে নির্মাণ করেন?
(a) কুমারগুপ্ত প্রথম
(b) কঠোর
(c) ধরমপাল (ANS)
(d) বিজয়সেন
24.. ভুবনেশ্বর ও পুরীর মন্দির কোন শৈলীতে নির্মিত?
(a) নগর (ANS)
(b) দ্রাবিড়
(c) ওয়েসার
(d) এর কোনোটিই নয়
25. ভারতে প্রথম আক্রমণকারী ছিলেন-
(a) কুতুবুদ্দিন আইবক
(b) মাহমুদ গজনভী
(c) মুহাম্মদ বিন কাসিম (ANS)
(d) মুহাম্মদ ঘোরি
26. জগন্নাথ মন্দির কোন রাজ্যে?
(a) বাংলা
(b) উড়িষ্যা (ANS)
(c) কেরালা
(d) উত্তর প্রদেশ
27.. পুরীতে অবস্থিত কোনার্কের সূর্য দেবতার বিশাল মন্দিরের নির্মাতা ছিলেন
(a) নরসিংহ-১ (ANS)
(b) কপিলেন্দ্র
(c) পুরুষোত্তম
(d) চোদ গ্যাং
28. অজয়পাল এর প্রতিষ্ঠাতা ছিলেন-
(a) আলওয়ার
(b) ভরতপুর
(c) আজমীর (ANS)
(d) চিতোরগড়
29. নিচের মধ্যে কে 'কবিরাজ' নামে বিখ্যাত ছিলেন?
(a) ভোজ পারমার (ANS)
(b) সিন্ধুরাজ
(c) মিহির ভোজ
(d) মুঞ্জ
30. 'সমরাঙ্গন সূত্রধর' এর বিষয় হল—
(a) স্থাপত্য শাস্ত্র (ANS)
(b) জ্যোতির্বিদ্যা
(c) যোগশাস্ত্র
(d) কবিতা
31. 'তাঁর মৃত্যুতে ধারা নগরী, জ্ঞান ও পণ্ডিত তিনজনই নিঃস্ব হয়ে গেল' (আদ্যধর নিরাধারা নিরালাম্বা সরস্বতী/পণ্ডিতা খণ্ডিতা সর্বে ভোজরাজে দিবংগে) - এই উক্তিটি কোন শাসকের সাথে সম্পর্কিত?
(a) ভোজ পারমার (ANS)
(b) মিহির ভোজ
(c) সিন্ধুরাজ
(d) মুঞ্জ
32. জৈন আচার্য হেমচন্দ্র কোন শাসকের দরবারে সুরক্ষা পেয়েছিলেন?
(a) জয় সিং 'সিদ্ধরাজ'
(b) কুমার পাল
(c) a এবং b উভয়ই (ANS)
(d) এর কোনোটিই নয়
33. প্রথম ভারতীয় শাসক কে ছিলেন যিনি তুর্কি আক্রমণকারী মুহম্মদ ঘোরির মুখোমুখি হয়েছিলেন এবং কে মুহাম্মদ ঘোরিকে পরাজিত করেছিলেন?
(a) ভীম আই
(b) ভীম II (ANS)
(c) কুমারপাল
(d) জয়সিংহ 'সিংহরাজ'3
34. কোন শাসক কালিঞ্জরের অজেয় দুর্গ নির্মাণ করেন?
(a) নান্নুক চন্দেল
(b) যশোবর্মা
(c) ধগদেব (ANS)
(d) গন্ধদেব
35. নিচের কোনটি সম্বত, যাকে কালচুরি সম্বতও বলা হয় কারণ এটি কালচুরিরা ব্যবহার করে?
(a) বিক্রম সংবত
(b) ত্রৈকুটক সংবত (ANS)
(c) শক সংবত
(d) এর কোনোটিই নয়
36. কার রাজত্বকালে লক্ষ্মীধর 'কল্পদ্রুম' বা 'কৃত্যকল্প তরু' নামে আইনী গ্রন্থ রচনা করেন?
(a) চন্দ্রদেব
(b) গোবিন্দচন্দ্র (ANS)
(c) জয়চন্দ্র
(d) এর কোনোটিই নয়
37. চান্দাওয়ারের যুদ্ধ (1194 খ্রিস্টাব্দ) কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(a) পৃথ্বীরাজ তৃতীয় এবং মুহাম্মদ ঘোরি
(b) দ্বিতীয় ভীম এবং মহম্মদ ঘোরি
(c) জয়চন্দ্র ও মহম্মদ ঘোরি (ANS)
(d) এর কোনোটিই নয়
38. 'নৈশা চরিত' এবং 'খন্দন-খণ্ড-খাদ্য' রচয়িতা শ্রী হর্ষ কোন শাসকের রাজকবি ছিলেন?
(a) পৃথ্বীরাজ তৃতীয়
(b) কুমারপাল
(c) চন্দ্রদেব
(d) জয়চন্দ্র (ANS)
39. নিচের কোন শহরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত?
(a) ভুবনেশ্বর (ANS)
(b) বিজাপুর
(c) কলকাতা
(d) শ্রাবণবেলগোলা
40. কিসের মালিকানার জন্য পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপক্ষীয় লড়াই হয়েছিল?
(a) পাটলিপুত্র
(b) কনৌজ (ANS)
(c) দিল্লি
(d) এর কোনটিই নয়
41. ত্রিপক্ষীয় সংঘর্ষের সূচনা কে?
(a) বৎসরাজ (ANS)
(b) ধরমপাল
(c) ধ্রুব
(d) নাগভট্ট II
42. কোন শতাব্দীতে ত্রিপক্ষীয় সংঘর্ষ শুরু হয়?
(a) খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে (ANS)
(b) খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে
(c) খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে
(d) 9ম শতাব্দীতে
,
43. কোন রাজবংশ ত্রিপক্ষীয় দ্বন্দ্ব শুরু ও শেষ করেছিল?
(a) পাল
(b) রাষ্ট্রকূট
(c) প্রতিহার (ANS)
(d) এর কোনটিই নয়
44. ত্রিপক্ষীয় সংঘর্ষে অংশগ্রহণ করে উত্তর ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং দক্ষিণ থেকে উত্তর আক্রমণকারী দক্ষিণের প্রথম শক্তি ছিল-
(a) রাষ্ট্রকূট (ANS)
(b) ছোলা
(c) বিজয়নগর
(d) বাহমনি
45. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
(a) গোপাল (ANS)
(b) ধরমপাল
(c) দেবপাল
(d) রামপাল
46. পাল রাজবংশের রাজধানী ছিল-
(a) মুদ্দাগিরি/মুঙ্গের (ANS)
(b) কনৌজ
(c) দিল্লি
(d) এর কোনটিই নয়
47. রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন-
(a) দন্তিদুর্গা / দন্তিবর্মণ II (ANS)
(b) গোবিন্দ তৃতীয়
(c) কৃষ্ণ আই
(d) ইন্দ্র তৃতীয়
48, রাষ্ট্রকূট রাজবংশের রাজধানী ছিল
(a) মালখণ্ড/মানিয়াখেত (ANS)
(b) কনৌজ
(c) দিল্লি
(d) পাটলিপুত্র
49. কোন প্রতিহার শাসক 'আদিভারহ' উপাধি গ্রহণ করেছিলেন?
(a) নাগভট্ট
(b) নাগভট্ট দ্বিতীয়
(c) মিহিরভোজ (ANS)
(d) এর কোনোটিই নয়
50. কোন বিদেশী পরিব্রাজক গুর্জরা-প্রতিহার রাজবংশকে 'আল-গুজ্জার' এবং এই রাজবংশের শাসকদের 'বাউরা' বলে অভিহিত করেছেন?
(a) সুলেমান
(b) আলমসুদী (ANS)
(c) আলবেরুনী
(d) এর কোনোটিই নয়
51. 'কর্পূরমঞ্জরী' নাটকের রচয়িতা রাজশেখরকে কোন প্রতিহার শাসক সুরক্ষা দিয়েছিলেন?
(a) নাগভট্ট আই
(b) নাগভট্ট দ্বিতীয়
(c) মহেন্দ্রপাল প্রথম (ANS)
(d) মিহিরভোজ
52. প্রতিহাররা নিজেদেরকে -----এর বংশধর বলে মনে করত যারা রামের প্রতিহার (অর্থাৎ দারোয়ান) ছিল।
(a)সূর্য
(b)চন্দ্রমা
(c) লক্ষ্মণ (ANS)
(d) এর কোনোটিই নয়
53. গোপাল, যিনি 750 খ্রিস্টাব্দে বাংলার পাল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এমন একজন শাসক ছিলেন যিনি---
(a) সংগ্রাম ছাড়াই রাজা ঘোষণা করা হয়েছিল
(b) ধনী শ্রেণীর লোকেরা বেছে নিয়েছে
(c) সামন্ত প্রধানরা বেছে নিত (ANS)
(d) উপরের সবগুলো
54. গুজরাটি কবি সদুদল কোন পাল শাসককে 'উত্তরপথ স্বামী' বলে ডাকতেন?
(a) ধরমপাল (ANS)
(b) গোপাল
(c) দেবপাল
(d) এর কোনোটিই নয়
55. 9ম শতাব্দীতে ভারতে আসা আরব পর্যটক সুলেমান কোন সাম্রাজ্যকে 'রুহমা' বলে ডাকতেন?
(a) পাল (ANS)
(b) প্রতিহার
(c) রাষ্ট্রকূট
(d) সেন
56. হিন্দু আইনের বিখ্যাত বই 'দয়াভাগ'-এর লেখক ছিলেন---
(a) বিজ্ঞানেশ্বর
(b) মনু
(c) জিমুতবাহন (ANS)
(d) এর কোনোটিই নয়
57. 'রামচরিত' কে রচনা করেন?
(a) কালিদাস
(b) বিজ্ঞানেশ্বর
(c) কৌটিল্য
(d) সন্ধ্যাকর নন্দী (ANS)
58. পাল রাজবংশের পতনের পর, বাংলার রাজনৈতিক নেতৃত্ব প্রদান করেন-
(a) সেন রাজবংশ (ANS)
(b) শার্কি সুলতান
(c) খলজি
(d) এর কোনোটিই নয়
59: সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) সামন্ত সেন (ANS)
(b) বিজয় সেন
(c) বল্লাল সেন
(d) এর কোনোটিই নয়
60. 'আভিজাত্য'/'অভিজাত্য' (কুলিনপ্রথা )কে শুরু করেন?
(a) বল্লাল সেন (ANS)
(b) সামন্ত সেন
(c) বিজয় সেন
(d) লক্ষ্মণ সেন
61. স্মৃতিগ্রন্থ 'দান সাগর' এবং জ্যোতিষশাস্ত্রের বই 'অদ্ভূত সাগর' কে রচনা করেন?
(a) সামন্ত সেন
(b) বিজয় সেন
(c) বল্লাল সেন (ANS)
(d) এর কোনোটিই নয়
62. রাণী দিদ্দা, যিনি প্রায় 50 বছর কাশ্মীর শাসন করেছিলেন, মূলত কোন রাজবংশের রাজকুমারী ছিলেন?
(a) করকোট রাজবংশ
(b) উৎপল রাজবংশ
(c) লোহার রাজবংশ (ANS)
(d) এর কোনোটিই নয়
63.জাতি হিসেবে কায়স্থদের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়?
(a) যাজ্ঞবল্ক্য স্মৃতি
(b) পরাশর স্মৃতি
(c) ওশানাম স্মৃতি (ANS)
(d) স্কন্দ পুরাণ
64. গুর্জার প্রতিহারের উজ্জয়িনী শাখার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) হরিশচাঁদ
(b) নাগভট্ট 1 (ANS)
(c) মিহিরভোজ
(d) নাগভট্ট II
65. খাজুরাহোর মন্দিরগুলি এর সাথে সম্পর্কিত-
(a) শৈব সম্প্রদায় থেকে
(b) বৈষ্ণব সম্প্রদায় থেকে
(c) জৈন সম্প্রদায় থেকে
(d) a, b এবং c তিনটিই থেকে (ANS)
66. জৈন স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়?
(a) দিলওয়ারা (ANS)
(b) খাজুরাহো
(c) পুরী
(d) বারাণসী
67. ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের (বিহারশরীফ-নালন্দা জেলার সদর দফতর, বিহার) এর প্রতিষ্ঠাতা ছিলেন-
(a) গোপাল (ANS)
(b) দেবপাল
(c) ধরমপাল
(d) মহিপাল
68. মোধেরার সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত?
(a) বিহার
(b) গুজরাট (ANS)
(c) উড়িষ্যা
(d) বাংলা
69. কলহন রচিত 'রাজতরঙ্গিনী'তে কয়টি তরঙ্গ রয়েছে?
(a) আট (ANS)
(b) নয়টি
(c) দশ
(d) এগারো
Comments
Post a Comment