Mock Test 3 WBP Lady Constable Preliminary Question Paper 2018
Q1: URL-এর পুরো কথাটি কী?
(A) Uniform Resource Link(B) Uniform Registered Locator
(C) Unified Resource Link
(D) Uniform Resource Locator
Correct Answer: (D) Uniform Resource Locator
Q2:ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (National Games) অনুষ্ঠিত হবে ?
(A) নাগাল্যান্ড(B) আসাম
(C) মিজোরাম
(D) মেঘালয়
Correct Answer: (D) মেঘালয়
Q3: “দেওধর ট্রফি” কোন খেলার সাথে যুক্ত ?
(A) ফুটবল(B) বাস্কেটবল
(C) হকি
(D) ক্রিকেট
Correct Answer:(D) ক্রিকেট
Q4:UNESCO দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী (heritage) নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত?
(A) ভিক্টেরিয়া মেমোরিয়াল(B) রাজা রামমোহন রায় মেমোরিয়াল
(C) করোনেশন ব্রীজ
(D) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
Correct Answer: (D) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
Q5:কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল ?
(A) কুশিনগর(B) কটক
(C) লুম্বিনী
(D) বৈশালী
Correct Answer: (A) কুশিনগর
Q6:পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে ?
(A) কুশিনগর(B) কটক
(C) লুম্বিনী
(D) বৈশালী
Correct Answer: (A) কুশিনগর
Q7:কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান?
(A) আং সাঙ সু কি(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) ইউসুফজাই মালালাী
(D) সি. ভি. রমনী
Correct Answer: (B) রবীন্দ্রনাথ ঠাকুর
Q8:কিসের জন্য গান্ধীজী অসহযোগ আন্দোলন (Non-Cooperation movement) বন্ধ করে দিয়েছিলেন?
(A) দ্বিতীয় বিশ্বযুদ্ধ(B) চৌরিচৌরার ঘটনা
(C) প্রথম বিশ্বযুদ্ধ
(D) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
Correct Answer: (B) চৌরিচৌরার ঘটনা
Q9: ‘আইন-ই-আকবরী' গ্রন্থটি কে রচনা করেছিলেন?
(A) হুমায়ুন(B) আবুল ফজল
(C) শাহজাহান
(D) আকবর
Correct Answer: (B) আবুল ফজল
Q10: Wi-Fi-র পুরো কথাটি কী ?
(A) Wired Fidelity(B) Wired Field
(C) Wireless Field
(D) Wireless Fidelity
Correct Answer: (D) Wireless Fidelity
Q11: ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া' বইটি কার লেখা ?
(A) জওহরলাল নেহেরু(B) ই. এম. ফস্টার
(C) ভিক্টর ব্যানার্জী
(D) মিনু মাসানী
Correct Answer: (B) ই. এম. ফস্টার
Q12: Wi-Fi-র পুরো কথাটি কী ?
(A) Wired Fidelity(B) Wired Field
(C) Wireless Field
(D) Wireless Fidelity
Correct Answer: (D) Wireless Fidelity
Q13: বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত 'বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়' (university) তৈরি করেছিলেন?
(A) দেবপাল(B) ধর্মপাল
(C) গোপাল
(D) মহীপাল
Correct Answer: (B) ধর্মপাল
Q14: রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি (constituents) কী কী ?
(A) তরল বিউটেন ও আইসোবিউটেন(B) হাইড্রোজেন ও অ্যাসিটিলিন
(C) ইথিলিন ও কার্বন মনোক্সাইড
(D) মিথেন ও ইথেন
Correct Answer: (A) তরল বিউটেন ও আইসোবিউটেন
Q15: কেরালার উপকূলভাগ (coastline) কী নামে পরিচিত ?
(A) মালাবার(B) উৎকল
(C) করমণ্ডল
(D) কোঙ্কন
Correct Answer: (A) মালাবার
Q16: কোন আন্তর্জাতিক সংস্থা (International Organisation) কন্যাশ্রী প্রকল্পকে পুরষ্কৃত করেছে?
(A) UNICEF(B) BRICS
(C) ASEAN
(D) SAARC
Correct Answer: (A) UNICEF
Q17: 1 GB = ?
(A) 1024 MB(B) 1024KB
(C) 1000 KB
(D) 1000MB
Correct Answer: (A) 1024 MB
Q18: মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কী?
(A) মুরাদ(B) সেলিম
(C) দারা
(D) খুররম
Correct Answer: (D) খুররম
Q19: নব্যপ্রস্তর যুগে (Neolithic age) ভারতে কোন ধাতুর (metal) ব্যবহার প্রচলিত ছিল?
(A) তামা (Copper)(B) রূপা (Silver )
(C) সোনা (Gold)
(D) লোহা (Iron)
Correct Answer: (A) তামা (Copper)
Q20: সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে (projector) কী ধরনের লন্স ব্যবহার করা হয় ?
(A) অবতল (concave )(B) মেনিসকাস (meniscus )
(C) জুম (zoom)
(D) উত্তল (convex)
Correct Answer: (D) উত্তল (convex)
Q21: ভূপৃষ্ঠে (earth crust) কোন ধাতুটি (metal) সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায় ?
(A) তামা (copper)(B) লোহা (iron )
(C) অ্যালুমিনিয়াম (alluminium)
(D) দস্তা (zinc)
Correct Answer: (e) অ্যালুমিনিয়াম (alluminium)
Q22: বিধবা বিবাহ আইন (Widow Remarriage Act) কবে প্রবর্তিত হয়েছিল?
A) 1856(B) 1860
(C) 1858
(D) 1854
Correct Answer: A) 1856
Q23: আলোর গতিবেগ (velocity) প্রতি সেকেন্ডে কত ?
(A) 1,68,000 মাইল(B) 68,000 মাইল
(C) 86,000 মাইল
(D) 1,86,000 মাইল
Correct Answer: (D) 1,86,000 মাইল
Q24: সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন ?
(A)' ঝুলন গোস্বামী(B) মনপ্রীত কৌর
(C) মানসী বিস্ত
(D) মিতালী রাজ
Correct Answer: (A)' ঝুলন গোস্বামী
Q25: সম্প্রতি 'ডোকালাম’বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল ?
(A) ভারত ও নেপাল(B) ভারত ও ভূটান
(C) ভারত ও চীন
(D) ভারত ও পাকিস্তান
Correct Answer: (B) ভারত ও ভূটান
Q26: সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত 'ফুটবল' টির নাম কী ?
(A) বিজয়ী(B) বিজয়িনী
(C) জয়িতা
(D) জয়ী
Correct Answer: (D) জয়ী
Q27: ‘আজাদ-হিন্দ-ফৌজ' কোন সালে গঠিত হয় ?
(A) 1943(B) 1947
(C) 1945
(D)1985
Correct Answer: (A) 1943
Q28: ডঃ ভি কুরিয়েন কীসের সঙ্গে যুক্ত?
(A) হাঁস মুরগির খামার (Poultry Farms)(B) দুগ্ধজাত দ্রব্য উৎপাদন (Dairy Production)
(C) আর্থিক সংস্কার (Economic Reforms)
(D) পারমাণবিক শক্তি (Atomic Energy)
Correct Answer: (B) দুগ্ধজাত দ্রব্য উৎপাদন (Dairy Production)
Q29: ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (WTO) সদর দপ্তর (Head Quarter) কোথায় অবস্থিত ?
(A) জার্মানি(B) সুইৎজারল্যান্ড
(C) চীন
(D) স্পেন
Correct Answer: (B) সুইৎজারল্যান্ড
Q30: ডঃ সেলিম আলী কীসের জন্য বিখ্যাত ?
(A) ভূতত্ত্ববিদ্যা (Geology)(B) পক্ষী বিষয়ক বিদ্যা (Ornithology)
(C) মহাকাশ বিজ্ঞান (Space Science )
(D) রেশমগুটির চাষ (Sericulture)
Correct Answer: (B) পক্ষী বিষয়ক বিদ্যা (Ornithology)
Q31: ‘গ্রীন হাউস এফেক্ট' মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়?
(A) কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড(B) কার্বন ডাইঅক্সাইড ও মিথেন
(C) অ্যামোনিয়া ও ওজোন
(D) কার্বন টেট্রা ফ্লুরাইড ও নাইট্রাস অক্সাইড
Correct Answer: (B) কার্বন ডাইঅক্সাইড ও মিথেন
Q32: CD' র পুরো কথাটি কী ?
(A) Compact Disc(B) Compact Data
(C) Carried Data
(D) Compressed Disc
Correct Answer: (A) Compact Disc
Q33: কে প্রথম বলেছিলেন পরমাণু (atom) অবিভাজ্য (indivisible)?
(A) আর্নেস্ট রাদারফোর্ড(B) অ্যালবার্ট আইনস্টাইন
(C) অ্যামিদিও অ্যাভোগাড্রো
(D) জন ডালটন
Correct Answer: (D) জন ডালটন
Q34: নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক?
(A) ইয়াসিন মার্চেন্ট – স্নুকার(B) যুবরাজ সিং- হকি
(C) সানিয়া মির্জা – টেবিল টেনিস
(D) বিশ্বনাথন আনন্দ – ক্রিকেট
Correct Answer: (C) সানিয়া মির্জা – টেবিল টেনিস
Q35: মেহুলী ঘোষ কোন খেলার সাথে যুক্ত ?
(A) টেবিল টেনিস(B) এয়ার রাইফেল শুটিং
(C) ব্যাডমিন্টন
(D) বাস্কেটবল
Correct Answer:(B) এয়ার রাইফেল শুটিং
Q36: বিশিষ্ট পদার্থবিদ (physicist) স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন?
(A) ইংল্যান্ড(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) রাশিয়া
Correct Answer: (A) ইংল্যান্ড
Q37: মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন?
(A) সমুদ্রগুপ্ত(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশোক
(D)দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত
Correct Answer: (B) চন্দ্রগুপ্ত মৌর্য
Q38: কে ‘লেডি উইথ দ্য ল্যাম্প' নামে পরিচিত ছিলেন ?
(A) অ্যানি বেসান্ত(B) সিস্টার নিবেদিতা
(C) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
(D) জোয়ান অব্ আর্ক
Correct Answer:(C) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Q39: কম্প্যুটারের ইন্টিগ্রেটেড চিপ (IC) কী দিয়ে তৈরি?
(A) গ্রাফাইট(B) ম্যাঙ্গানিজ
(C) সিলিকন
(D) ক্যালশিয়াম
Correct Answer: (C) সিলিকন
Q40: সাহিত্যে (literature) ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি ?
(A) দাদাসাহেব ফালকে পুরস্কার(B) সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার
(C), পদ্মভূষণ পুরস্কার
(D) জ্ঞানপীঠ পুরস্কার
Correct Answer: (D) জ্ঞানপীঠ পুরস্কার
Q41: ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক (natural) রবার পাওয়া যায়?
(A) কেরালা(B) অন্ধ্রপ্রদেশ
(C) আসাম
(D) তামিলনাডু
Correct Answer: (A) কেরালা
Q42: আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল?
(A) নন্দবংশ(B) পালবংশ
(C) মৌর্যবংশ
(D) গুপ্তবংশ
Correct Answer: (A) নন্দবংশ
Q43: জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন?
(A) জন সাইমন(B) প্রর্ড চেমসফোর্ড
(C) জেনারেল ডায়ার
(D) লর্ড মাউন্টব্যাটেন
Correct Answer: (C) জেনারেল ডায়ার
Q44: আর্দ্রতা (humidity) পরিমাপ করার যন্ত্রের (instrument) নাম কী?
(A) থার্মোমিটার(B) হাইগ্রোমিটার
(C) হাইড্রোমিটার
(D) ব্যারোমিটার
Correct Answer: (B) হাইগ্রোমিটার
Q45: চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার (donor) কাছ থেকে নেওয়া হয় ?
(A) রেটিনা(B) আইরিস
(C) লেন্স
(D) কর্নিয়া
Correct Answer:(D) কর্নিয়া
Q46: পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত (salty) সমুদ্র (sea) কী ?
(A) লোহিত সাগর (Red Sea)(B) কৃষ্ণ সাগর (Black Sea)
(C) আরল সাগর (Ural Sea)
(D) মৃত সাগর (Dead Sea)
Correct Answer: (D) মৃত সাগর (Dead Sea)
Q47: AIDS / HIV ভাইরাস কী ধরনের ভাইরাস ?
(A) RNA ভাইরাস(B) DNA এবং RNA ভাইরাস
(C) DNA অথবা RNA ভাইরাস
(D) DNA ভাইরাস
Correct Answer: (B) DNA এবং RNA ভাইরাস
Q48: কোন উদ্ভিদে শ্বাসমূল ( aerial root) দেখতে পাওয়া যায় ?
(A) দেবদারু(B) গরান
(C) ইউক্যালিপটাস
(D)ফার্ন
Correct Answer: (B) গরান
Q49: GST পুরো কথাটি কী?
(A) Goods and Sales Tax(B) Government Supplementary Tax
(C) Government State Tax
(D) Goods and Services Tax
Correct Answer: (D) Goods and Services Tax
Q50: তিনটি ঘণ্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে ?
(A) 50 সেকেন্ড(B) 70 সেকেন্ড
(C) 60 সেকেন্ড
(D) 40 সেকেন্ড
Correct Answer: comment ans
Q51: 600-এর 20% = X-এর 25%। X-এর মান (value) কত?
(A) 460(B) 500
(C) 480
(D) 440
Correct Answer: comment ans
Q52: এক ব্যক্তি প্রথম 160 কিমি, 64 কিমি/ঘণ্টা বেগে এবং পরের 160 কিমি, 80 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড়বেগ (average speed) কত ?
(A) 36 কিমি/ঘণ্টা(B ) 71 কিমি/ঘণ্টা
(C) 71-11 কিমি/ঘণ্টা
(D) 35:55 কিমি/ঘণ্টা
Correct Answer: comment ans
Q53: একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল। কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ঐ খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে?
(A) 23 দিন(B) 30 দিন
(C) 25 দিন
(D) 18 দিন
Correct Answer: comment ans
Q54: একটি সাইকেলের ক্রয়মূল্য (cost price) 4,000 টাকা। সাইকেলটি যদি 3,200 টাকায় বিক্রয় (sale) করা হয় তবে ছাড়ের (discount) শতকরা হার (rate per cent) কত ?
(A) 16%(B) 20%
(C) 18%
(D) 14%
Correct Answer: comment ans
Q55: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ (divide) করলে প্রতিবারই 5 ভাগশেষ ( remainder) থাকে ?
(A) 245(B) 235
(C) 265
(D) 240
Correct Answer: comment ans
Q56: দুটি সংখ্যার অনুপাত (ratio) 9 : 14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়, তবে সংখ্যাগুলি কী কী?
(A) 99, 156(B) 43,98
(C) 47, 102
(D) 99, 154
Correct Answer: comment ans
Q57: A এবং B এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর A চলে যায় এবং B বাকি কাজটি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল ?
(A) 4 দিন(B) 5 দিন
(C) 9 দিন
(D) 6 দিন
Correct Answer: comment ans
Q58: একটি আয়তক্ষেত্রের (rectangle) ক্ষেত্রফল (area) 460 sq.m.। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (length) গ্রন্থের (width) থেকে 15% বেশি হয়, তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত?
(A) 20m(B) 25 m
(C) 23m
(D) 18 m
Correct Answer: comment ans
Q59: যদি A : B = 3 : 4 এবং B C = 6 : 5 হয়, তবে A: C = ?
(A) 9:10(B) 9:8
(C) 8:9
(D) 10: 9
Correct Answer: comment ans
Q60: A, C-এর পুত্র। C এবং Q দুই বোন। Z, Q-এর মা। P যদি Z-এর পুত্র হয়, তবে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য ?
(A) P, A-এর মামা ( maternal uncle)(B) Z, C-এর ভাই (brother)
(C) P, A-এর খুড়তুতো ভাই (cousin brother)
(D) Q, A-এর ঠাকুরদা (grandfather)
Correct Answer: comment ans
Q61: Influenza: Virus :: Typhoid : ?
(A) Parasite(B) Bacteria
(C) Protozoa
(D) Bacillus
Correct Answer: comment ans
Q62: মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল। সে শুধুমাত্র বৃহস্পতিবার (Thursday) সিনেমা দেখতে যায়। তাহলে আজ কী বার?
(A) শনিবার (Saturday)(B) মঙ্গলবার (Tuesday)
(C) রবিবার (Sunday)
(D) বৃহস্পতিবার (Thursday)
Correct Answer: comment ans
Q63: A-র ঘর থেকে হাসপাতাল 12 km পূর্ব দিকে অবস্থিত। তার স্কুল হাসপাতাল থেকে 5 km দক্ষিণ দিকে অবস্থিত হলে, A-র ঘর থেকে স্কুলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত?
(A) 17 km(B) 13 km
(C) 12 km
(D) 16 km
Correct Answer: comment ans
Q64: যদি কোনো সাংকেতিক ভাষায় DELHI-কে CCDD লেখা হয, তবে সেই ভাষায় BOMBAY কে কী লেখা হবে?
(A) MJXVSU(B) WXYZAX
(C) AJMTVT
(D) AMJXVS
Correct Answer: comment ans
Q65: রীনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয় যেখানে সরল সুদের হার (Rate of Simple Interest) যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল?
(A) 6%(B) 12%
(C) 18%
(D) 3.6%
Correct Answer: comment ans
Q66: A, B, C, D এর মধ্যে কিছু টাকা 5: 24:3 অনুপাতে (ratio) ভাগ করা হয়। C যদি D-র থেকে 1000 টাকা বেশি পায়, তবে B কত টাকা পাবে ?
(A) 1500(B) 700
(C) 2000
(D) 500
Correct Answer: comment ans
Q67: একটি ত্রিভুজের (triangle) তিনটি বাহুর (sides) অনুপাত (ratio) 1/2 : 1/3: 1/4 ।যদি ত্রিভুজটির পরিসীমা (perimeter) 52 cm হয়, তবে ক্ষুদ্রতম বাহুটির (smallest side) দৈর্ঘ্য ( length) কত ?
(A) 14 cm(B) 18 cm
(C) 16 cm
(D) 12 cm
Correct Answer: comment ans
Q68: একটি নৌকা স্রোতের অনুকূলে (downstream) 2 ঘণ্টায় 16 কিমি যায় কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে (upstream) গেলে 4 ঘণ্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ কত?
(A) 6 কিমি/ঘণ্টা(B) 10 কিমি/ঘণ্টা
(C) ৪ কিমি/ঘণ্টা
(D) 4 কিমি/ঘণ্টা
Correct Answer: comment ans
Q69: একটি আয়তক্ষেত্রের (rectangle) কৰ্ণ (diagonal) √41 cm এবং তার ক্ষেত্রফল (area) 20sq.cm হলে আয়তক্ষেত্রটির পরিসীমা (perimeter) কত ?
(A) 18 cm(B) 41 cm
(C) 20 cm
(D) 9 cm
Correct Answer: comment ans
Q70: একটি আয়তক্ষেত্রের (rectangle) দৈর্ঘ্য (length) ও প্রস্থের (width) অন্তর (difference) 23m। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা perimeter) 206m হয়, তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল (area) কত ?
(A) 2540 sq. m.(B) 2640 sq. m.
(C) 2620 sq. m.
(D) 2520 sq. m.
Correct Answer: comment ans
Q71: 96+8 (13-3-(-13+4)-12+5)=?
(A) 42(B) 1
(C) 22
(D) 24
Correct Answer: comment ans
Q72: 24, 36 এবং 60 এর গ.সা.গু. (H.C.F.) কত ?
(A) 12(B) 24
(C) 20
(D) 16
Correct Answer: comment ans
Q73: 60 m দৈর্ঘ্য (length) এবং 40m প্রস্থ (width) বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 m চওড়া একটি রাস্তা থাকলে, রাস্তাটির ক্ষেত্রফল (area) কত?
(A) 240 sq. m.(B) 206 sq. m.
(C) 204 sq.m.
(D) 264 sq. m.
Correct Answer: comment ans
Q74: TEACHERS শব্দটির (word) প্রতিটি বর্ণ (letter) কেবলমাত্র একবার ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না?
(A) CHAIR(B) SEARCH
(C) CHEER
(D) REACH
Correct Answer: comment ans
Q75: দুটি সংখ্যার গুণফল (product) 4107। যদি সংখ্যা দুটির গ.সা.গু. (H.C.F.) 37 হয়, তবে বৃহত্তর (greater) সংখ্যাটি কত?
(A) 107.(B) 185
(C) 111
(D) 101
Correct Answer: comment ans
Q76: A এবং B-র মাসিক গড় (average) আয় 15,050 টাকা, B এবং C-র মাসিক গড় আয় 15.350 টাকা এবং A ও C-র মাসিক গড় আয় 15,200 টাকা হলে A-র মাসিক আয় কত?
(A) 15.500 টাকা(B) 15,200 টাকা
(C) 15,900 টাকা
(D) 14,900 টাকা
Correct Answer: comment ans
Q77: একটি ট্রেন 800m এবং 400 m লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য (length) কত?
(A) 250m(B) 350m
(C) 300m
(D) 200m
Correct Answer: comment ans
Q78: একটি আয়তক্ষেত্রের (rectangle) ক্ষেত্রফল (area) 1200 sq.cm । 5 cm দৈর্ঘ্য ( length) এবং 4 cm প্রস্থ (width) বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে?
(A) 50(B) 70
(C) 60
(D) 40
Correct Answer: comment ans
Q79: মান (value) নির্ণয় করুন ঃ(2:39)^2-(1-61)^2 / 2.39-1-61
(A) 4(B) 8
(C) 6
(D) 2
Correct Answer: comment ans
Q80: কোনো সংখ্যার 5% যদি 12 হয়, সংখ্যাটি কত?
(A) 180(B) 320
(C) 240
(D) 120
Correct Answer: comment ans
Q81: একটি সমকোণী ত্রিভুজের (right angled triangle) ভূমি (base) 12 cm এবং অতিভুজ (hypotenuse) 13 cm হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল (area) কত ?
(A) 20 sq. cm.(B) 30 sq. cm.
(C) 25 sq. cm.
(D) 10 sq. cm.
Correct Answer: comment ans
Q82: দুটি ট্রেনের বেগের (speed) অনুপাত (ratio) 7 : 8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘণ্টায় 400 কিমি অতিক্রম করে তবে প্রথম ট্রেনের বেগ (speed) কত ?
(A) 55 কিমি/ঘণ্টা(B) 75 কিমি/ঘণ্টা
(C) 70 কিমি/ঘণ্টা
(D) 60 কিমি/ঘণ্টা
Correct Answer: comment ans
Q83: প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? 9, 25, 49, ?, 121
(A) 91(B) 81
(C) 64
(D) 100
Correct Answer: comment ans
Q84: K, X-এর ভাই, Z, X-এর পুত্র, P, K-এর কন্যা এবং সে N- এর সাথে বিবাহিতা। G এবং X বোন। G-এর সাথে Z-এর সম্পর্ক কী ?
(A) মা (mother)(B) ঠাকুমা (grand mother)
(C) কাকিমা / মাসিমা ( aunt )
(D) বোন (sister)
Correct Answer: comment ans
Q85: যদি কোনো সাংকেতিক ভাষায় MYSTIFY-কে NZTUJGZ লেখা হয়, তবে সেই ভাষায় NEMESIS-কে কীভাবে লেখা হবে ?
(A) OFNFTJT(B)PGOKUGU
(C) ODNHTDR
(D) MDLHRDR
Correct Answer: comment ans
Q86: একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান । 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয়, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন?
(A) 2900(B) 3100
(C) 3000
(D) 2700
Correct Answer: comment ans
Q87: দুটি সংখ্যার অনুপাত (ratio) 3 : 4 এবং সংখ্যা দুটির গ.সা.গু. (H.C.F.) 4 হলে, সংখ্যা দুটির ল.সা.গু. (L.C.M.) কত ?
(A) 48(B) 27
(C) 56
(D) 22
Correct Answer: comment ans
Q88: যদি A : B : C = 2 : 3 : 4 হয়, তবে A/B : B/C : C/A =?
(A) 2:3:8(B) 8: 9:24
(C) 7: 9:24
(D) 5 : 9 : 24
Correct Answer: comment ans
Comments
Post a Comment